ঢাবি প্রেস: পুরোনো যন্ত্রে নতুন সম্ভাবনা

সত্য নিউজ: ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসকে আধুনিকায়নের মাধ্যমে গবেষণা ও শিক্ষায় কার্যকর অবদান রাখার লক্ষ্যে নানামুখী পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস কেবল একটি ছাপাখানা নয়, এটি এক ঐতিহাসিক সম্পদ এবং ভবিষ্যৎ গবেষণা ও প্রকাশনার জন্য এক গুরুত্বপূর্ণ সম্ভাবনার জায়গা।”
সোমবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস পরিদর্শনকালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসের ভারপ্রাপ্ত ম্যানেজার এস. এম. বিপাশ আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
ঐতিহ্যের ধারাবাহিকতা ও আধুনিকতার প্রয়াস
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই প্রেসে আজও কিছু ঐতিহাসিক ও দুর্লভ মেশিন সচল রয়েছে। বাকি যন্ত্রপাতিগুলো সংরক্ষিত আছে। আমরা চাই, এই ঐতিহাসিক সম্পদ নতুন প্রজন্মের কাছে শিক্ষার অংশ হিসেবে উপস্থাপিত হোক।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগসহ সংশ্লিষ্ট অনুষদের শিক্ষার্থীরা এখানে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পাবেন। “শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব দক্ষতা অর্জনের জন্য এই প্রেস একটি চমৎকার প্ল্যাটফর্ম হতে পারে,” বলেন তিনি।
আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য
ড. নিয়াজ আহমদ খান প্রেসের আন্তর্জাতিক সম্ভাবনার দিকটিও তুলে ধরেন। তিনি বলেন, “বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর অনেক গবেষণাধর্মী প্রকাশনা ও পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশিত হয় তাদের নিজস্ব প্রেস থেকে। এই প্রেসগুলোর রয়েছে আলাদা মর্যাদা ও গ্রহণযোগ্যতা। আমরা চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসও সেই পর্যায়ে পৌঁছাক।”
এই লক্ষ্যে, বিশ্ববিদ্যালয় প্রেসকে একটি সুসংগঠিত, প্রযুক্তি-নির্ভর ও পেশাদার প্রকাশনা প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য নীতিগত ও কাঠামোগত পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।
গবেষণা, জার্নাল ও অ্যাকাডেমিক প্রকাশনায় নতুন সম্ভাবনা
প্রেসটি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণাপত্র, থিসিস, মনোগ্রাফ ও অ্যাকাডেমিক জার্নাল প্রকাশে সহায়তা করবে। এতে করে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান উৎপাদন প্রক্রিয়া আরও শক্তিশালী ও দৃশ্যমান হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “প্রেসের আধুনিকায়ন কেবল ছাপাখানার উন্নয়ন নয়, এটি গবেষণা কাঠামোরও একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের একাডেমিক অবকাঠামোকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে সহায়ক হবে।”
প্রতিশ্রুতি ও পরিকল্পনার বাস্তবায়ন
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রেস আধুনিকায়নের জন্য যন্ত্রপাতি, সফটওয়্যার ও প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এই প্রেস হবে একটি সমন্বিত পাবলিকেশন হাব, যেখানে একদিকে থাকবে গবেষণা জ্ঞানের আধুনিক প্রকাশ, অন্যদিকে থাকবে ইতিহাসের নিদর্শনরূপে ঐতিহ্য সংরক্ষণ।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসের এই রূপান্তর শুধু একটি অবকাঠামোগত পরিবর্তন নয়, বরং এটি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের এক সুদূরপ্রসারী পদক্ষেপ। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে নেয়া এই উদ্যোগ দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রকাশনা চর্চাকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- জবি’র সাবেক অধ্যাপক আনোয়ার বেগম হত্যাচেষ্টা মামলায় সুত্রাপুরে আটক
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
- দেশের ৬ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- “ভারতের দালালরা ঘাপটি মেরে বসে আছে”: মুফতি রেজাউল করিম
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- জেনে নিন ঈদের ছুটিতে কোন কোন এলাকায় ব্যাংক খোলা থাকবে
- যুক্তরাষ্ট্রের আদালতে ট্রাম্পের শুল্কারোপ স্থগিত: ক্ষমতা লঙ্ঘনের অভিযোগ