‘কিলার গ্যাং’-এর নামে চাঁদা দাবি, জড়িত তিন বিএনপি নেতা বহিষ্কৃত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ২২:২০:০২
‘কিলার গ্যাং’-এর নামে চাঁদা দাবি, জড়িত তিন বিএনপি নেতা বহিষ্কৃত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছ থেকে 'কিলার গ্যাং' নামে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকি দেওয়ার ঘটনায় বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জুবায়ের, শহর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম রাব্বানী এবং শহর বিএনপির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহ আলম।

এর আগে শুক্রবার (১ আগস্ট) রাত ও শনিবার ভোরে টাঙ্গাইল শহরের সন্তোষ এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে চাঁদাবাজির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির ওই তিন নেতাও রয়েছেন। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদাবাজির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত তিনজনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ওসি জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে মাছ ব্যবসায়ী আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে এক অচেনা ব্যক্তি একটি চিঠি দিয়ে যান। পরদিন সকালে আজাহারুল ওই চিঠি পান, যেখানে 'কিলার গ্যাং' নাম দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চিঠিতে আরও বলা হয়, চাঁদা না দিলে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশ করা হবে।

এই ঘটনার পর শুক্রবার রাতে আজাহারুল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে এবং তদন্ত শুরু করে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ