শাহবাগের সংঘর্ষে ক্ষুব্ধ এ্যানি: ‘জুলাইযোদ্ধা’ নাম কলঙ্কিত হচ্ছে

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ১৫:৫০:০৯
শাহবাগের সংঘর্ষে ক্ষুব্ধ এ্যানি: ‘জুলাইযোদ্ধা’ নাম কলঙ্কিত হচ্ছে
ছবি: সংগৃহীত

জুলাই গণআন্দোলনের নামে সহিংসতা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, শাহবাগে সম্প্রতি ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সংঘটিত সহিংসতায় তিনি মর্মাহত হয়েছেন। এই ধরনের আচরণ আন্দোলনের মৌলিক চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে আহত করে।

শনিবার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যানি বলেন, “জুলাইযোদ্ধা আমরা সবাই। আমি, আপনি, দেশের প্রতিটি সাধারণ মানুষই এই আন্দোলনের অংশ। কিন্তু কিছুসংখ্যক মানুষ যদি ‘জুলাইযোদ্ধা’ নাম ব্যবহার করে অপকর্মে জড়ায়, তা আমাদের আন্দোলনকেই কলঙ্কিত করে। এতে দেশের মানুষের মনে আঘাত লাগে, হতাশা জন্মায়।”

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো যদি পরস্পর দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং ঐক্যবদ্ধ না হয়, তাহলে দেশ ও জনগণের জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। অত্যাচার ও নিপীড়নের পুনরাবৃত্তি ঘটবে। আমি ও আপনি নিপীড়নের শিকার হলে সেটা একরকম, কিন্তু সাধারণ মানুষ আমাদের কারণে অত্যাচারিত হলে সেটা অনেক বেশি মর্মান্তিক। তাই প্রয়োজন ঐক্যবদ্ধ পদক্ষেপের।”

গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব রাজনৈতিক পক্ষকে একটি সম্মিলিত প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান তিনি। এ্যানি বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভিত মজবুত করি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং অবাধ নির্বাচনের পথ সুগম করতে একসঙ্গে কাজ করি।”

অনুষ্ঠানে লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আহমেদ ফেরদৌস মানিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

-রাফসান

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ