মাইলস্টোন দুর্ঘটনায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২২ ১০:০৬:২৬
মাইলস্টোন দুর্ঘটনায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
ছবিঃ সংগৃহীত

ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) নির্ধারিত এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “শিক্ষাবিষয়ক উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে জানানো হচ্ছে, পরিস্থিতির ভয়াবহতা এবং জননিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।” তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তাটি প্রকাশ করেন।

জানা গেছে, পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং উদ্ভূত সংকটময় পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ঘটনায় বহু শিক্ষার্থী আহত ও আতঙ্কগ্রস্ত হওয়ায়, পরীক্ষাকেন্দ্রের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য,গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর একটি এফ-৭ প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে ২৭ জনের প্রাণহানিসহ বহু শিক্ষার্থী আহত হন এবং চারদিকে সৃষ্টি হয় চরম আতঙ্ক। ফলে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর হয়।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত