আদালতের নির্দেশে সালমান শাহ্র অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপান্তরিত

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ্র মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রিভিশন আবেদন মঞ্জুর করে এই ঐতিহাসিক আদেশ দেন।
হত্যার অভিযোগ ও জবানবন্দি
আদালত সালমান শাহ্র বাবা প্রয়াত কমর উদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের আদেশ দেন।
মামলার ইতিহাস: সালমান শাহ্র মৃত্যুর পর তার বাবা অপমৃত্যুর মামলা করেছিলেন। পরের বছর তিনি মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানালেও তা আমলে নেওয়া হয়নি। বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান বলেন, রিজভী ওরফে ফরহাদ নামে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, যেখানে সালমানকে কীভাবে হত্যা করা হয়, তা উঠে আসে।
তদন্ত প্রতিবেদন বাতিল: সর্বশেষ তদন্ত সংস্থা পিবিআই মামলাটি তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ্র মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেছিল। আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন। আজকের রায়ে আদালত সেই খারিজ আদেশ রহিত করেন এবং হত্যা মামলা দায়েরের নির্দেশ দেন।
আদালত তদন্ত করে রমনা মডেল থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
দীর্ঘদিনের আইনি লড়াই
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। তার মৃত্যুর পর থেকেই এটি হত্যা না আত্মহত্যা—এ নিয়ে দীর্ঘ ২৮ বছরের বেশি সময় ধরে আইনি লড়াই চলছে।
নারাজি আবেদন: বিভিন্ন সময়ে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত এবং সর্বশেষ পিবিআই—সবাই সালমান শাহ্র মৃত্যুকে আত্মহত্যা বলে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। কিন্তু সালমান শাহ্র মা নীলা চৌধুরী বারবার এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করেন।
হত্যার অভিযোগ: নীলা চৌধুরী তার নারাজি আবেদনে আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জন তার ছেলে সালমান শাহ্র হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে উল্লেখ করেছিলেন।
ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিংয়ে ধুরন্ধর নিয়ে রণবীর সিংয়ের নতুন রেকর্ড
এমন সাফল্য আগে দেখেননি রণবীর সিং। গতকাল শুক্রবার মুক্তি পেয়েই তাঁর নতুন সিনেমা ধুরন্ধর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। প্রথম দিনেই আয় হয়েছে ২৭ কোটি রুপি যা রণবীর সিংয়ের ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং হিসেবে রেকর্ড গড়েছে।
বিশেষজ্ঞদের ধারণা ছিল সিনেমাটি প্রথম দিনে ১৫ থেকে ১৮ কোটি রুপি আয় করতে পারে। কিন্তু ধুরন্ধর সেই প্রত্যাশা ছাড়িয়ে গেছে অনেক দূর। এমনকি সাম্প্রতিক আলোচিত বলিউড সিনেমা সাইয়ারার প্রথম দিনের আয় ২১ দশমিক ৫০ কোটি রুপিকেও পেছনে ফেলেছে এটি। রণবীরের আগের কয়েকটি হিট সিনেমার নতুন রেকর্ডও ভেঙে দিয়েছে ধুরন্ধর। তাঁর অন্যতম জনপ্রিয় সিনেমা পদ্মাবত প্রথম দিন আয় করেছিল ২৪ কোটি রুপি এবং সিম্বা আয় করেছিল ২০ দশমিক ৭২ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী মুক্তির দিনে সারা ভারতে সিনেমাটির অকুপেন্সি ছিল ৩৩ দশমিক ৮১ শতাংশ। দেশজুড়ে ৪ হাজারেরও বেশি শো বুক করা হয়েছিল এবং সন্ধ্যার পর শোগুলোতে দর্শক উপস্থিতি বেড়ে ৫৫ শতাংশেরও বেশি হয় যা সিনেমাটির ব্যাপক গ্রহণযোগ্যতার প্রমাণ দেয়।
আদিত্য ধর পরিচালিত রচিত ও সহ প্রযোজিত এই সিনেমায় রণবীর সিং ছাড়াও আছেন সঞ্জয় দত্ত অক্ষয় খান্না আর মাধবন এবং অর্জুন রামপাল। এছাড়া রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুন দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছেন। সিনেমাটি নির্মিত হয়েছে জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস এর ব্যানারে। তারকাবহুল কাস্টিং এবং অ্যাকশন থ্রিলার ঘরানার গল্পের কারণেই ছবিটি দর্শকদের মাঝে এমন সাড়া জাগিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দশ বছর পর বড় পর্দায় ইমরান খান
বলিউডে এক দশক পর বড় চমক নিয়ে ফিরছেন ইমরান খান। আমির খান প্রোডাকশনসের নতুন ছবি ‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’—ঘোষণা হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ছবিটি। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালনায় নাম লিখিয়েছেন কমেডিয়ান এবং অভিনেতা বীর দাস। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন তিনি নিজেই, সঙ্গে রয়েছেন মোনা সিং। তবে সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ইমরান খানের প্রত্যাবর্তন।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত কাট্টি বাট্টির পর ইমরান খান দীর্ঘ বিরতিতে চলে যান। এরপর ২০১৮ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মিশন মার্স: কিপ ওয়াকিং ইন্ডিয়া পরিচালনার মাধ্যমে ক্যামেরার পেছনে কাজ করলেও অভিনয়ে আর ফেরেননি। তাই ঘোষণা ভিডিওতে ইমরানকে দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
ঘোষণা ভিডিওটিও ছিল বেশ অভিনব। দেখা যায়, আমির খান এবং বীর দাস একটি "গুরুত্বপূর্ণ" চলচ্চিত্র আলোচনা করছেন। আমির খান অভিযোগ তুলছেন যে হ্যাপি প্যাটেল ছবিতে অ্যাকশন, রোম্যান্স কিংবা ডান্স—কিছুই নেই। তাই ছবিটির ব্যর্থতার আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে ঠিক সেই মুহূর্তেই প্রেক্ষাগৃহ থেকে বের হওয়া দর্শকরা ছবিটির নানা দিকের প্রশংসা করতে থাকে—অ্যাকশন, রোম্যান্স আর আইটেম গান সবই নাকি দারুণ লেগেছে তাদের।
ভিডিওর শেষভাগে বীর দাস, মোনা সিং এবং ইমরান খানকে তাদের চরিত্রে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ঘোষণা করা হয় মুক্তির তারিখ—১৬ জানুয়ারি ২০২৬।
ইমরান খানের ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় খবর। জানে তু... ইয়া জানে না, আই হেট লাভ স্টোরিজ, ব্রেক কে বাদ—এসব ছবির মাধ্যমে রোমান্টিক কমেডি ঘরানায় তিনি একসময় বলিউডে তরুণদের অন্যতম প্রিয় মুখ ছিলেন। ২০১৫ সালের পর তাঁর দীর্ঘ নীরবতা নিয়ে নানা গুঞ্জন চললেও এবার জানা যাচ্ছে, হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস-এ বিশেষ উপস্থিতির পাশাপাশি ইমরান আবার পূর্ণাঙ্গভাবে সিনেমায় ফিরছেন।
-রাফসান
বিচ্ছেদ হলেই ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি
বিশ্বজুড়ে অগণিত ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে এবার অদ্ভুত ও বিতর্কিত ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের আলোচিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আব্দুল কাভি। তিনি জানিয়েছেন অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলে তিনি ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।
মুফতি আব্দুল কাভি দাবি করেন যে তিনি অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনের চলমান সমস্যা সম্পর্কে অবগত আছেন। পডকাস্টে তিনি বলেন তাদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া নিজেই তাঁকে বিয়ের প্রস্তাব পাঠাবেন বলে তিনি বিশ্বাস করেন। তবে তিনি এও বলেন যে তিনি কখনোই চান না তাদের বিচ্ছেদ হোক কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এমন কিছু ঘটে তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া তাঁর সঙ্গে যোগাযোগ করবেন।
অনুষ্ঠানের সঞ্চালক যখন তাঁকে প্রশ্ন করেন যে একজন অমুসলিম নারীকে তিনি কীভাবে বিয়ে করবেন তখন মুফতি নিজের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তাঁর নাম পরিবর্তন করে আয়েশা রাখা হবে এবং তারপরই তিনি তাঁকে বিয়ে করবেন। তিনি মন্তব্য করেন যে ঐশ্বরিয়ার মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে আয়েশা রাই লিখবেন এটা দেখে তাঁর সত্যিই মজা লাগবে।
উল্লেখ্য পাকিস্তানের এই মৌলভি এর আগেও নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে এসেছেন। ঐশ্বরিয়াকে নিয়ে এমন মন্তব্য করার আগে তিনি ভারতীয় আরেক অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়েও বিস্ফোরক দাবি করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন তাঁর উপদেশ মেনেই নাকি রাখি ধর্ম পরিবর্তন করে নিজের নাম ফাতিমা রেখেছেন এবং তখন তিনি রাখিকেও বিয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার ঐশ্বরিয়াকে নিয়ে তাঁর এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
সূত্র : বলিউড লাইফ
স্ট্রেঞ্জার থিংস এর ক্রেজ সামলাতে হিমশিম খেল নেটফ্লিক্স
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস এর ফাইনাল সিজনের প্রথম ভলিউম মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্ল্যাটফর্মটি সাময়িকভাবে অচল হয়ে পড়ার ঘটনা ঘটেছে। অতিরিক্ত দর্শকের চাপে বিশ্বব্যাপী বহু ব্যবহারকারী অ্যাপ ও ওয়েবসাইটে ভিডিও চালাতে ব্যর্থ হন যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ডাউনডিটেক্টরের তথ্যে জানা যায় নেটফ্লিক্স ডাউন হওয়া নিয়ে প্রায় ১০ হাজারের বেশি রিপোর্ট জমা হয়েছে। তাদের হিসাবে ৫১ শতাংশ ব্যবহারকারী ভিডিও লোড করতে পারেননি এবং ৪৯ শতাংশ ব্যবহারকারী সার্ভার সংযোগ সমস্যার অভিযোগ করেছেন। হঠাৎ করে স্ট্রিমিং সেবা ব্যাহত হওয়ায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেক দর্শক।
তবে প্রযুক্তিগত এই বিভ্রাটকে নেটফ্লিক্সের জন্য এক অর্থে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা কারণ সিরিজটি ঘিরে দর্শকের বিপুল আগ্রহই প্ল্যাটফর্মকে ডাউন করে দেয়। ডাফার ব্রাদার্সের নির্মাণ করা স্ট্রেঞ্জার থিংস শুরুর পর থেকেই ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে দর্শকদের মধ্যে এবং সময়ের সঙ্গে সঙ্গে সিরিজটির জনপ্রিয়তা কেবল বেড়েই চলেছে।
তিশার গালে ৯ আর ফারিয়ার হাতে ১০০০ আসলে এই সংখ্যাগুলোর মানে কী
দেশের জনপ্রিয় নারী তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্টে হঠাৎ করেই দেখা যাচ্ছে বিভিন্ন সংখ্যা যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফেসবুক খুললেই চোখে পড়ছে সংখ্যা লেখা তাঁদের অদ্ভুত সব ছবি। হাতে গালে কিংবা শরীরের বিভিন্ন অংশে কেউ লিখেছেন ৯ কারও হাতে ২৪ কেউবা লিখছেন ১০০০ বা ৯৯ প্লাস। অনেকেই প্রথমে ভেবেছিলেন এটি হয়তো নতুন কোনো নাটক বা সিনেমার প্রচারণা কিন্তু এই সংখ্যার নেপথ্যে লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা যার প্রতিবাদেই একত্রিত হয়েছেন তারকারা।
ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা ছড়াতে মাই নাম্বার মাই রুলস নামে নতুন এক আন্দোলনে একযোগে যুক্ত হয়েছেন অভিনেত্রী মডেল ও সংগীতশিল্পীসহ দেশীয় বিনোদন অঙ্গনের অসংখ্য পরিচিত মুখ। তাঁরা প্রতিদিন অনলাইনে কতবার হয়রানি বা নোংরা মন্তব্যের শিকার হন সেই সংখ্যাই প্রকাশ করছেন নিজেদের ছবির সঙ্গে। এই অভিযানের সূচনা করেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২৫ নভেম্বর নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন তিনি যেখানে দেখা যায় তাঁর গালে বড় করে লেখা ৯। ক্যাপশনে তিনি জানান প্রতিদিন কমপক্ষে ৯টি সাইবার হয়রানির শিকার হন তিনি। তিনি লেখেন মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখছে কিন্তু এর পেছনে রয়েছে আমার প্রতিদিনের সংগ্রাম ভয় অপমান এবং সে সবকিছু কাটিয়ে ওঠার গল্প।
তিশার পর একে একে এই প্রতিবাদে যোগ দেন আরও অনেকে। অভিনেত্রী রুনা খান প্রকাশ করেন ২৪ শবনম ফারিয়া জানান ১০০০ প্রার্থনা ফারদিন দীঘি ৩ মৌসুমী হামিদ ৭২ এবং সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল ও আশনা হাবিব ভাবনা পোস্ট করেন ৯ এবং ৯৯ প্লাস। সংখ্যাগুলো ভয়াবহ হলেও এগুলো বাস্তবতারই প্রতিচ্ছবি। নারীরা প্রতিদিন অনলাইনে কী ভয়াবহ অপমান কটূক্তি ও মানসিক নির্যাতনের মধ্যে থাকেন সেটিই সামনে আনছেন তাঁরা।
রুনা খান তাঁর হাতের তালুতে ২৪ লিখে সোশ্যাল মিডিয়ায় হয়রানি নিয়ে বলেন তারকা তো বটেই সাধারণ নারীও প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অগণিত হয়রানির শিকার হন। তিনি আক্ষেপ করে বলেন গত দশ বছরে সোশ্যাল মিডিয়া মানুষের হাতে যত দ্রুত পৌঁছেছে তার ব্যবহারবিধি শেখেনি অনেকেই। অন্যদিকে গালে ৯৯ প্লাস লিখে ভাবনা ক্যাপশনে নারীদের উৎসাহিত করতে লিখেছেন তোমার নম্বরের গল্প বলো এবং আরও জোরে আওয়াজ তোলো। তিনি আরও জানান বিশেষ করে গত ৫ আগস্টের পর নারীদের অনলাইন পরিবেশ আরও অনিরাপদ হয়ে উঠেছে।
জানা গেছে আন্তর্জাতিকভাবেও চলমান ডিজিটাল সহিংসতা বিরোধী প্রচারণার অংশ হিসেবে এই মাই নাম্বার মাই রুলস আন্দোলন বাংলাদেশে ১৬ দিনব্যাপী চলবে। তারকারা চাইছেন নিজেদের অভিজ্ঞতা সংখ্যা দিয়ে প্রকাশ করে সমাজের ভেতরকার এই সমস্যাকে আরও বড় করে তুলতে। সবার উদ্দেশে তাঁদের আহ্বান একটাই যে চুপ না থেকে সংখ্যাই হোক প্রতিবাদের ভাষা।
শান্তিতে ঘুমান ধরমজি বলে বলিউড কিং খান জানালেন শেষ শ্রদ্ধা
বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকে ভাসছে বলিউড তথা পুরো ভারতীয় সিনেমাপ্রেমীরা। সোমবার সকালে নিজ বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর এই চলে যাওয়ায় ভারতীয় চলচ্চিত্রের এক সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।
অভিনেতার বিদায়ে শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান পর্যন্ত সবাই। বিশেষ করে ধর্মেন্দ্রকে নিয়ে আবেগঘন এক পোস্টে কিং খান লিখেছেন শান্তিতে ঘুমান ধরমজি। তিনি উল্লেখ করেন আপনি আমার কাছে বাবার মতো ছিলেন। শাহরুখ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনি যেভাবে আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ।
বলিউড বাদশাহ তাঁর শোকবার্তায় আরও বলেন শুধু পরিবারের জন্য নয় বরং সারা বিশ্বের সিনেমা ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি। তিনি বিশ্বাস করেন ধর্মেন্দ্র অমর এবং তাঁর আত্মা তাঁর চলচ্চিত্র এবং সুন্দর পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। সবশেষে তিনি বলেন আপনাকে সব সময় ভালোবাসব।
পাঞ্জাবের সাহনেওয়াল থেকে এসে মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়া ধর্মেন্দ্র ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। পদ্মভূষণ সম্মানে ভূষিত এই অভিনেতা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। অ্যাকশন থেকে কমেডি সব চরিত্রেই সাবলীল ছিলেন বলিউডের এই জনপ্রিয় হি ম্যান।
ভারতীয় সিনেমার টাকা নিয়ে প্রযোজককে আইনি চ্যালেঞ্জ ছুড়লেন তিশা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি ভারতীয় পরিচালক এম এন রাজের ভালোবাসার মরশুম সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুল তথ্য ও গুজব নিয়ে মুখ খুলেছেন। এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও রটনা বলে দাবি করেছেন তিশা। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই বিবৃতিতে তিনি পুরো ঘটনার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।
তানজিন তিশা জানিয়েছেন চুক্তিপত্র অনুযায়ী তাঁর বিদেশ ভ্রমণ সংক্রান্ত যাবতীয় দায়িত্ব যেমন ভিসা করানো ফ্লাইটের টিকিট এবং সেখানে থাকা খাওয়ার সকল দায় দায়িত্ব পরিচালক ও প্রযোজকের ওপর ন্যস্ত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত পরিচালক ও প্রযোজনা সংস্থা তাঁর ভিসা করাতে পারেনি। অভিনেত্রী নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করেও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হন। তিনি স্পষ্ট করে বলেন ভিসা সংক্রান্ত জটিলতা যেহেতু চুক্তিপত্র অনুযায়ী পরিচালকের দায়িত্বে ছিল তাই এই ব্যর্থতার জন্য আইনত কোনো দায় তাঁর নয় বরং এটি সরাসরি পরিচালকের ব্যর্থতা।
তিনি ঘটনার ক্রমধারা বর্ণনা করে জানান দুই মাস ভিসার জন্য অপেক্ষার পরেও যখন তা হয়নি তখন প্রযোজনা সংস্থা অন্য একজন অভিনেত্রীকে চুক্তিভুক্ত করে তাঁর চরিত্রে অভিনয় করায়। এর ফলে বাধ্য হয়েই তিনি এই প্রজেক্ট থেকে সরে আসেন এবং পরবর্তীতে বাংলাদেশের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন যার শুটিং বর্তমানে চলছে। তিশা বলেন একটি সিনেমা আমার পেশাগত সম্মানের জায়গা এবং আমি কখনোই তা নষ্ট করতে চাইনি। কিন্তু পরিচালক যেহেতু তাঁর ব্যর্থতার কারণে শিডিউল অনুযায়ী কাজ শুরু করতে পারেননি এবং নতুন একজনকে সেখানে চুক্তিবদ্ধ করে নিয়েছেন তাই বাধ্য হয়েই আমাকে সরে আসতে হয়েছে।
টাকা ফেরত দেওয়ার দাবি প্রসঙ্গে লাইন প্রোডিউসার শরিফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন তিশা। তিনি বলেন লাইন প্রোডিউসার শরিফ এখন একবার আমাকে বলছেন এক তৃতীয়াংশ টাকা ফেরত দিতে আবার আমার আইনজীবীকে বলছেন কিছু টাকা ফেরত দিলেই হবে। আবার সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন যা একটি অপচেষ্টা মাত্র।
আইনি অবস্থানের বিষয়ে তিশা জোর দিয়ে বলেন আমার সাথে যে চুক্তিপত্র হয়েছে সেখানে ডিরেক্টর ফল্টের বা পরিচালকের ভুলের কারণে কোনো সমস্যা হলে আমাকে টাকা ফেরত দিতে হবে এমন কোনো ক্লজ বা শর্ত নেই। তিনি বলেন আমি সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ। আইন আদালতে যদি তারা প্রমাণ করতে পারে যে আমি টাকা ফেরত দিতে বাধ্য এবং আদালত এমন নির্দেশনা প্রদান করেন তাহলে আমি অবশ্যই তা মেনে নেব এবং টাকা ফেরত দেব।
বিবৃতির শেষে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিশা বলেন যেসব সাংবাদিক ভাইয়েরা না জেনে কিংবা ভুল তথ্য জেনে আমার সাথে কথা না বলেই প্রচার করছেন এবং যেসব সাংবাদিক ভাইয়েরা আমার সত্যটা তুলে ধরার চেষ্টা করছেন সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই আপনারা সবটুকু জেনে সত্যটাই প্রকাশ করবেন আমি এইটুকু আপনাদের কাছে আশা করতে পারি।
বলিউডের হি ম্যান খ্যাত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে যে বলিউডের হি ম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে তিনি আজ সোমবার ২৪ নভেম্বর মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার ছয় দশকের একটি সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি হলো।
সম্প্রতি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। তখন তাঁর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল কিন্তু অবশেষে সব গুঞ্জন থামিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর রক্ষা হলো না। ফিল্মফেয়ার তাদের ফেসবুক পেজে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে।
বলিউডের সোনালি যুগে যখন প্রেম মানেই কবিতা এবং নায়ক মানেই আকর্ষণ ও আভিজাত্যের প্রতীক ঠিক তখনই আবির্ভাব হয় এক এমন অভিনেতার। তিনি ছিলেন একই সঙ্গে কোমল হৃদয়ের প্রেমিক এবং নির্ভীক যোদ্ধা ও পরিপূর্ণ ভদ্রলোক। তিনিই ধর্মেন্দ্র যিনি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে হ্যান্ডসাম হিরো উপাধি অর্জন করেন নিজের অভিনয় ব্যক্তিত্ব ও মানবিকতা দিয়ে।
১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানায় ধর্মেন্দ্র সিং দেওলের জন্ম। ছোটবেলায় সিনেমার প্রতি গভীর টানই তাঁকে মুম্বাইয়ে নিয়ে আসে। ১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তবে তাঁর আসল সাফল্যের শুরু হয় ষাটের দশকের মাঝামাঝি যখন তিনি একের পর এক হিট ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন।
ব্যক্তি জীবনে ধর্মেন্দ্র দুটি বিয়ে করেছেন। একজন নন্দিত অভিনেত্রী হেমা মালিনী এবং সেই সংসারে তাঁর একমাত্র কন্যা এষা দেওল। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং সেই সংসারে আছে দুই পুত্র সানি দেওল ও ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা দেওল ও অজিতা দেওল।
সর্বশেষ করণ জোহর পরিচালিত রকি ওউর রানি কি প্রেম কাহানি সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে নতুন করে জায়গা করে নেন ধর্মেন্দ্র। এই সিনেমায় শাবানা আজমির সঙ্গে তাঁর রোমান্টিক দৃশ্য বলিউডে আলোড়ন তোলে। এদিকে তাঁর অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে শ্রীরাম রাঘবনের পরিচালনায় নির্মিত ইক্কিস সিনেমাটি।
অ্যাপোনিয়ার পর এবার তিশার বিরুদ্ধে কলকাতার প্রযোজকের গুরুতর অভিযোগ
দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। কিছুদিন আগেই অনলাইনভিত্তিক ফ্যাশন হাউজ অ্যাপোনিয়া তাঁর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে তাঁর বিরুদ্ধে উঠল অর্থ আত্মসাৎ ও চরম অপেশাদারিত্বের গুরুতর অভিযোগ। কলকাতার সিনেমা ভালোবাসার মরশুম এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে মোটা অঙ্কের অগ্রিম টাকা নিয়েও এখন তা ফেরত দিচ্ছেন না তিশা এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন সিনেমাটির প্রযোজক শরীফ খান।
জানা যায় এম এন রাজ পরিচালিত ভালোবাসার মরশুম সিনেমায় বলিউডের থ্রি ইডিয়টস খ্যাত অভিনেতা শরমণ যোশির বিপরীতে অভিনয়ের কথা ছিল তানজিন তিশার। বাংলাদেশ ও ভারতের দর্শকদের জন্য এটি ছিল দারুণ এক চমক। কিন্তু শেষ মুহূর্তে ভিসা জটিলতার কথা বলে সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিশা। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন গল্প। সিনেমাটির প্রযোজক শরীফ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তিশার অসহযোগিতা ও বারবার মিথ্যাচারের কারণেই তাঁকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু বাদ পড়ার পর অগ্রিম নেওয়া টাকা ফেরত দিতে টালবাহানা করছেন এই অভিনেত্রী।
টাকার অঙ্ক ও লেনদেনের বিষয়ে প্রযোজক শরীফ খান জানান তাঁরা চরিত্রটির জন্য তিশাকেই পারফেক্ট মনে করেছিলেন। বাংলাদেশে এসে তাঁর সঙ্গে এগ্রিমেন্টও করা হয়। প্রথমে তাঁকে ৩০ হাজার ভারতীয় রুপি অগ্রিম দেওয়া হয় এবং এরপর তিশার এক বোনের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাঁরা তাঁকে বাংলাদেশি ৪ লাখ ১২ হাজার টাকা পাঠান।
টাকা নেওয়ার পর থেকেই মূলত শুরু হয় তিশার টালবাহানা। প্রযোজক অভিযোগ করেন সবকিছু চূড়ান্ত হওয়ার পর তাঁদের প্রোডাকশন হাউজ থেকেই তিশার ভিসা প্রসেসিং ও স্লট রেডি করে দেওয়া হয়। কিন্তু বিপত্তি ঘটে স্লট ডেটের মাত্র দুদিন আগে। ভারতীয় হাই কমিশন থেকে স্লট পাওয়া কতটা কঠিন তা সবাই জানেন। অনেক কাঠখড় পুড়িয়ে স্লট নেওয়ার পর হঠাৎ তিশা জানান তিনি যেতে পারবেন না। অথচ এটা তাঁর আরও আগে জানানো উচিত ছিল। প্রযোজক আরও জানান তিশার এই হুটহাট সিদ্ধান্তের কারণে তাঁকে পুরো শুটিং শিডিউল বদলাতে হয় যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। শরমণ যোশির শিডিউল থেকে শুরু করে লোকেশন বুকিং সবকিছুতেই বড় লোকসানের মুখে পড়েন প্রযোজক।
পরিস্থিতি আরও জটিল হয় যখন তিশা শাকিব খানের সিনেমায় অভিনয়ের অজুহাত দেখান। প্রযোজক বলেন ভিসা স্লট নিয়ে অনেক ঝামেলার পরেও আমরা সব ম্যানেজ করেছিলাম। কিন্তু এর মধ্যেই তিনি শাকিব খানের সোলজার সিনেমায় যুক্ত হন। আমাকে ফোন দিয়ে বলেন শাকিব খানের সিনেমার জন্য কলকাতার কাজটি আরও এক দুমাস পিছিয়ে দিতে হবে। তখনই আমার ধৈর্যের বাঁধ ভাঙে। শরীফ খান বলেন আমি তাঁকে স্পষ্ট জানিয়ে দিই তোমাকে আর এই সিনেমা করতে হবে না। আমরা তোমাকে বাদ দিয়ে দিলাম। তুমি আমার টাকাটা ফিরিয়ে দাও। কিন্তু সিনেমা থেকে বাদ পড়ার পর তিনি আর সেই টাকা ফেরত দিচ্ছেন না। ডকুমেন্টস চাইলেও ২০ থেকে ২৫ দিন ঘুরিয়ে ফেরত দেন কিন্তু টাকার বিষয়ে তিনি নীরব।
একই সিনেমায় অভিনয়ের কথা ছিল বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসারের। তাঁর প্রসঙ্গ টানতেই প্রযোজক প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন বাসারও আমার সিনেমায় ছিলেন। কিন্তু চরিত্রটি তাঁর সঙ্গে যাবে না মনে করে তিনি নিজেই সরে দাঁড়ান এবং না করার সঙ্গে সঙ্গেই তিনি অগ্রিম নেওয়া টাকা ফেরত পাঠিয়ে দেন। কোনো ঝামেলা বা ঘোরানোর চেষ্টা করেননি। খাইরুল বাসারের এই পেশাদারিত্বের উল্টো চিত্র দেখা গেল তানজিন তিশার ক্ষেত্রে। বর্তমানে কলকাতার এই সিনেমাটিতে তিশার বদলে নেওয়া হয়েছে উড়িষ্যার জনপ্রিয় অভিনেত্রী শিবানী সঙ্গীতাকে।
পরপর এমন সব প্রতারণার অভিযোগ ওঠার পর তানজিন তিশার পেশাদারিত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন ইন্ডাস্ট্রির অনেকেই। এ বিষয়ে মন্তব্য জানার জন্য একাধিকবার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
- পুরুষের শক্তি ও টেস্টোস্টেরন বাড়াতে রোজকার পাতে রাখুন এই ৫টি খাবার
- শৈশবের নায়কের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপে: আজ রাতে নতুন ইতিহাসের হাতছানি
- মস্তিষ্কের শক্তি ও পড়াশোনায় অদম্য মনোযোগ বাড়ানোর ৯টি সহজ কৌশল
- শরীয়তপুর ২: ধানের শীষের শফিকুর নাকি জামায়াতের ডা. মাহমুদ কার পাল্লা ভারী
- নির্বাচনে যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে: মান্না
- ব্যবসায়ীদের দাবির মুখে সরকারের নতি স্বীকার, বাড়ল ভোজ্যতেলের দাম
- দুর্নীতির লাগাম একমাত্র বিএনপিই টানতে পারবে: তারেক রহমান
- বিএনপি ক্ষমতায় এলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ছয় লেন করা হবে: সালাহউদ্দিন
- নির্বাচনে আপনারা চালকের আসনে আছেন বলে ইসিকে প্রধান উপদেষ্টা
- গায়ের জোর বা ধর্মের দোহাই দিয়ে ভোটে জেতা যাবে না বলে হুঁশিয়ারি নতুন জোটের
- নির্বাচনী যাত্রা শুরু: তফসিল নিয়ে ইসির চূড়ান্ত ঘোষণা
- সামনের সময়গুলো ভালো নয়,বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান
- ৭ ডিসেম্বর শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ৭ ডিসেম্বর ডিএসইতে শীর্ষ ক্ষতিগ্রস্ত ১০ শেয়ারের তালিকা প্রকাশ
- ৭ ডিসেম্বর ডিএসই টপ গেইনার তালিকা প্রকাশ
- ৮ ডিসেম্বর চার কোম্পানির শেয়ার লেনদেন ফের চালু
- ১০ ও ৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে কুপন পেতে যা লাগবে
- ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে ও কখন জেনে নিন সময়সূচি
- টাকা বা পেশিশক্তি নয় বরং জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি: তাসনিম জারা
- সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাড়তি দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল
- প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর আগে জেনে নেওয়া জরুরি আজকের টাকার রেট
- আজ ৭ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম
- আজ থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধের ঘোষণা
- বড় ভাইদের প্রশ্রয়ে চট্টগ্রামে ভিন্ন নামে কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও আতঙ্ক
- কুয়াশা আর ভোরের ঠান্ডা বাতাসে কাঁপছে উত্তরের জনপদ
- লা লিগা ও প্রিমিয়ার লিগের রোমাঞ্চ নিয়ে আজকের টিভি গাইড
- রোববার সকালে বের হওয়ার আগে জেনে নিন ঢাকার আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচি
- পার্শ্ববর্তী দেশের সেবাদাস হয়ে ক্ষমতা ধরে রেখেছিলেন শেখ হাসিনা: সালাহউদ্দিন
- আজকের রাশিফল: ৭ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- আজকের নামাজের সময়সূচি ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
- সিন্ডিকেটের কারসাজি ভাঙতে রোববার থেকে আবারও ভারত থেকে পেঁয়াজ আসার সুযোগ
- আজ থেকে জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলনের কাজ শুরু
- ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন
- শীতের অনুভূতি বাড়ার দিনে কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচন নিয়ে বাইরে পজিটিভ দেখালেও ভেতরে ভেতরে চলছে নেগেটিভ তৎপরতা
- ওষুধ ছাড়াই বুকজ্বালা কমাতে পারে রান্নাঘরের যে ৪টি সাধারণ পানীয়
- প্রিয় খাবারই যখন কিডনির শত্রু, কিডনি সুস্থ রাখতে পাত থেকে বাদ দিন এই ৫টি খাবার
- ২০২৫ সালের জন্য গুগলের ফ্রি অনলাইন কোর্স, ক্যারিয়ার গড়ার হাতছানি
- শরীয়তপুর ১: বিএনপির কোন্দল বনাম জামায়াতের চ্যালেঞ্জ
- নির্বাচনে ডিসটার্ব করতে আসলে লেজ গুটিয়ে পালাতে হবে ভারতকে: পাটওয়ারী
- প্রস্তুতি থাকলেও তফসিল ঘোষণার তারিখ নিয়ে এখনো অন্ধকারে কমিশন
- শেখ হাসিনা আসন ও টাকা অফার করলেও আপোষ করিনি: নুরুল হক
- যথাসময়ে দেশে ফিরবেন তারেক রহমান: রিজভী
- লন্ডন বা দিল্লি বসে আর কোন রাজনীতি চলবে না: সাদিক কায়েম
- বাঁকাপথে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলে সেই সূর্য আর উঠবে না: জামায়াত আমির
- ভারতে শেখ হাসিনা কতদিন থাকবেন তা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর
- খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে: ডা. জাহিদ হোসেন
- ডিএনএ আসলে কীভাবে কাজ করে, সহজ ব্যাখ্যা জানুন
- মূল বোর্ডে জমজমাট লেনদেন, বিনিয়োগকারীর আগ্রহ বৃদ্ধি
- দামি উপহার নয় বরং ছোট ছোট যত্নই যেভাবে গভীর করে ভালোবাসার সম্পর্ক
- ফিউচার স্টার বনাম ব্রাজিল–আর্জেন্টিনা, দেখুন সূচি
- তারেক রহমান নির্বাচন করতে পারবেন কি না জানালেন ইসি সচিব
- খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন যা ভালো লক্ষণ: ডা. জাহিদ
- আজকের রাশিফল: ৩ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- এসএসএফ নিরাপত্তা পেলেন খালেদা জিয়া: কী সুবিধা থাকছে
- আজকের রাশিফল: ৭ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- চট্টগ্রামে দাপুটে জয়ে আয়ারল্যান্ড বধ
- পরীক্ষা সময়মতোই: অনিয়মে কঠোর ব্যবস্থা দেবে মাউশি
- আজকের নামাজের সময়সূচি: ৩ ডিসেম্বর ২০২৫
- একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
- ব্যথানাশক নিয়েই খেলতে নেমে হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার
- প্রবৃদ্ধির সুফল গরিবের ঘরে পৌঁছাচ্ছে না বরং ধনীরা আরও ধনী হচ্ছে
- আজকের রাশিফল: ৬ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- শরীরের নীরব শত্রু থাইরয়েড ক্যানসার চেনার ৫টি প্রাথমিক লক্ষণ
- আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া নিয়ে ঢাকার সর্বশেষ পূর্বাভাস








