কিশোরগঞ্জ

ভৈরবে ছিনতাই রোধে ব্যর্থতার অভিযোগে থানায় বিক্ষোভ, ওসির জন্য উপহার শাড়ি-চুড়ি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ২১:২৫:৫৩
ভৈরবে ছিনতাই রোধে ব্যর্থতার অভিযোগে থানায় বিক্ষোভ, ওসির জন্য উপহার শাড়ি-চুড়ি
ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরব শহরে ছিনতাই প্রতিরোধে ব্যর্থতার অভিযোগ তুলে স্থানীয় কয়েক শত মানুষ বিক্ষোভ করেছেন। আজ শনিবার বিকেলে ভৈরব থানার সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভে বিক্ষুব্ধরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানীর জন্য শাড়ি ও চুড়ি উপহার হিসেবে নিয়ে আসেন। তাদের দাবি—পুলিশ ছিনতাই ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ, তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে এই উপহার।

বিক্ষোভকারীদের অভিযোগ, শহরের কোনো রাস্তাই এখন নিরাপদ নয়। রাতের পাশাপাশি দিনের বেলাও সাধারণ মানুষ ছিনতাইয়ের শিকার হচ্ছেন। শুধু ফোন বা টাকা নিয়েই ক্ষান্ত হচ্ছে না ছিনতাইকারীরা, বরং সর্বস্ব দিয়ে দেওয়ার পরও ছুরিকাঘাত করে রক্তাক্ত করছেন পথচারীদের। এসব ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা নিতে হচ্ছে, আর কেউ কেউ মৃত্যুর মুখেও পড়ছেন।

বিক্ষোভকারীরা বলেন, ভৈরবে এখন স্বাভাবিক জীবনযাপন দুরূহ হয়ে উঠেছে। পুলিশের সদিচ্ছা থাকলে পরিস্থিতি এতটা খারাপ হতো না। পুলিশকে নিষ্ক্রিয় বলেই অভিহিত করেন তারা। ওসির উদ্দেশ্যে তাদের কটাক্ষ—“ছিনতাই রোধ করতে না পারলে ওসি সাহেব যেন শাড়ি–চুড়ি পরে অফিস করেন।”

থানার সামনে বিক্ষোভের আগে ছাত্র ও যুবসমাজের ব্যানারে একটি প্রতিবাদসভা অনুষ্ঠিত হয় ভৈরবের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে। বক্তারা বলেন, এক সময় ভৈরবে মাদক ছিল প্রধান সমস্যা, কিন্তু এখন ছিনতাই আরও ভয়াবহ রূপ নিয়েছে। নাগরিক সমাজের নানা চেষ্টার পরও ছিনতাই রোধে কোনো অগ্রগতি নেই। বরং দিনের বেলাতেও ছিনতাই এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

বক্তাদের অভিযোগ, ভৈরবের কিছু প্রভাবশালী পরিবারের আশ্রয়ে ছিনতাইকারী চক্রগুলো দাপটের সঙ্গে কাজ করছে। প্রতিবছরই ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণহানি ঘটছে, অথচ এসব ঘটনার বিচার হচ্ছে না।

বিক্ষোভকারীরা পুলিশকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে ছিনতাই বন্ধ না হলে এবং জড়িতদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ