অ্যান্ড্রয়েড কিনতেও যাদের সামর্থ্য ছিল না, আজ তাদের হাতে আইফোন— মন্তব্য ওসমান হাদীর

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ২০:১৩:৫৮
অ্যান্ড্রয়েড কিনতেও যাদের সামর্থ্য ছিল না, আজ তাদের হাতে আইফোন— মন্তব্য ওসমান হাদীর
ছবি: সংগৃহীত

সংসদীয় রাজনীতিতে সততা ও স্বচ্ছতার আহ্বান ইনকিলাব মঞ্চের

নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মকাণ্ডে সততা ও স্বচ্ছতার দাবি জানিয়ে বক্তব্য দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। শনিবার (২ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি বলেন, ব্যক্তিগত সততা ও নৈতিকতা ছাড়া কোনো পরিবর্তন টেকসই হতে পারে না।

অনুষ্ঠানে তিনি বলেন, “একজন মানুষ যিনি কিছুদিন আগেও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে ধার করতেন, আজ তার হাতে আইফোন আসে কীভাবে—এ প্রশ্নের উত্তর দিতে হবে। যারা নতুন বাংলাদেশ গড়তে চায়, তাদের জীবনযাপনেও স্বচ্ছতা থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা যদি নিজেদের ভেতরে সংস্কার না আনতে পারি, তবে অন্যদের পরিবর্তনের কথা বলার অধিকার আমাদের নেই। আজকের অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা থাকলে ভালো হতো, কারণ উনি ভালো মানুষ হলেও তিনি নিজেই অসুস্থ। তাহলে পুরো জাতির স্বাস্থ্য তিনি কীভাবে ঠিক করবেন?”

তিনি জানান, ৫ আগস্টের আগেই ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে থাকা ছয় শহীদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তিনি বলেন, “সরকার জানিয়েছে ৪ আগস্ট দাফনের ব্যবস্থা করা হবে। কিন্তু যদি তা না হয়, আমরা আবারও ঘেরাও কর্মসূচি দেবো।”

রাজনৈতিক নেতাদের উদ্দেশে শরিফ হাদী বলেন, “আপনারা যদি মনে করেন হাসিনার পতনের পর ক্ষমতা আপনাদের হাতে এসেছে, তাই এখন তরুণদের কথা বলার সুযোগ বন্ধ করবেন—তাহলে ভুল করছেন। আল্লাহর ওয়াস্তে তওবা করেন। এই তরুণদের কণ্ঠ বন্ধ করতে চাইলে, আপনাদের কণ্ঠও বন্ধ হয়ে যাবে—এটা মনে রাখবেন।”

তিনি বলেন, “হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু আজ অনেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে। যে ভাই এক বছর আগে ৪০০ টাকার টি-শার্ট পরতেন, এখন তিনি ৫ হাজার টাকার টি-শার্ট কোথা থেকে কিনেন? এসব প্রশ্ন উঠতেই পারে।”

তিনি আরও বলেন, “যদি কেউ রাজপথে আন্দোলন করে, তারপর সেই অর্জন বিক্রি করে বাইক, আইফোন বা ফ্ল্যাট কেনে—তাকে আমরা ছাড় দিচ্ছি না। আমাদের নতুন বাংলাদেশে রাজনীতি হবে সত্য, ন্যায় ও ইনসাফভিত্তিক।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ