আজ আসছে নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ১২:৪৩:৫৭
আজ আসছে নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য নতুন মুদ্রানীতি (মনিটারি পলিসি স্টেটমেন্ট–এমপিএস) ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মুদ্রানীতি ঘোষণার সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা, যাদের মধ্যে থাকবেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, মুখ্য অর্থনীতিবিদসহ ব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা।

নতুন মুদ্রানীতিতে মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো, মুদ্রানীতির কার্যকারিতা বিশ্লেষণ করে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

উল্লেখযোগ্য যে, দীর্ঘদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে। তবে, চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে মাত্র ৬.৪ শতাংশে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ এই সময়ের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৯.৮ শতাংশ। এমন পরিস্থিতিতে ঋণপ্রবাহের বর্তমান ধারা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মুদ্রানীতির মাধ্যমে দেশের সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও কৌশল নির্ধারিত হবে বলে আশা করা হচ্ছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ