বিমান দুর্ঘটনায় পিছিয়ে যাওয়া এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ২০:০৬:৪৯
বিমান দুর্ঘটনায় পিছিয়ে যাওয়া এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
ছবিঃ সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। সংশ্লিষ্ট বোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (২৩ জুলাই) এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়, ২২ ও ২৪ জুলাইয়ের নির্ধারিত এইচএসসি পরীক্ষা যথাক্রমে আগামী ১৭ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। দুর্ঘটনার কারণে স্থগিত হওয়া লিখিত পরীক্ষার কারণে ব্যবহারিক পরীক্ষার সময়ও পুনঃনির্ধারণ করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে। এ পরীক্ষার নম্বর ৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আপলোড করতে হবে। পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা, স্বাক্ষর ও অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র রোল নম্বর অনুসারে সাজিয়ে কেন্দ্র সচিব বা তার মনোনীত প্রতিনিধির কাছে জমা দিতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বোর্ডের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী যথাসময়ে পরীক্ষাগুলো পরিচালনা এবং ফলাফল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষার নিরাপত্তা, প্রশ্নপত্র বিতরণ ও সময়মতো পরীক্ষার ফলাফল প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ