বেতন বাড়বে না আন্দোলন চলবে? শিক্ষকদের দাবিতে নতুন মোড়

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৯ ১৬:৫৬:৩১
বেতন বাড়বে না আন্দোলন চলবে? শিক্ষকদের দাবিতে নতুন মোড়
ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়টি সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম থেকে দুই ধাপ বাড়িয়ে ১১তম করার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগে পাঠিয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৮৩১ কোটি ৯১ লাখ টাকা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাবে সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনের বিষয়, তাদের দাবির যৌক্তিকতা এবং শিক্ষা মানোন্নয়নে তাদের ভূমিকার বিবরণ তুলে ধরা হয়েছে। এর আগে অর্থ বিভাগেও একই প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবে বলা হয়েছে, সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা বর্তমানে সরকারি ১০ম গ্রেডের কর্মকর্তাদের সমমানের, তাই তাদের বেতন কাঠামোও উন্নীত করা প্রয়োজন।

প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি— সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করা, শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা, এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়ার ব্যবস্থা করা। এসব দাবি বাস্তবায়নের দাবিতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে সারা দেশের বিভিন্ন বিদ্যালয়ে কর্মবিরতিও চলছে। গত শনিবার শাহবাগে পুলিশের লাঠিপেটা, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহারে শতাধিক শিক্ষক আহত হন, যা আন্দোলনকে আরও উত্তপ্ত করেছে।

বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান, আর প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১১তম। সম্প্রতি রিট মামলার রায়ের পর ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড ১০মে উন্নীত করা হয়েছে, যার ফলে সারা দেশের প্রধান শিক্ষকদের বেতন গ্রেডও ১০মে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী সহকারী শিক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি, যা বিভিন্ন মন্ত্রণালয়ের ১০ম গ্রেডের কর্মকর্তাদের সমমানের। তাই তাদের বেতন গ্রেড উন্নীত করা যৌক্তিক। মন্ত্রণালয় জানিয়েছে, সহকারী শিক্ষকদের কাজের গুণগত ও পরিমাণগত দিক এখন আগের তুলনায় বহুগুণ বেড়েছে। তারা শুধু ক্লাস পরিচালনা নয়, প্রশাসনিক কাজ, উপস্থিতি তদারকি, পরীক্ষার দায়িত্ব, অভিভাবক সমন্বয় ও বিদ্যালয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে কর্মরত প্রায় ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন সহকারী শিক্ষকের বেতন ১১তম গ্রেডে উন্নীত করলে বছরে অতিরিক্ত ৮৩২ কোটি টাকা ব্যয় হবে। ভবিষ্যতে শূন্য ১৭ হাজার ৮টি পদে শিক্ষক নিয়োগ করা হলে আরও ৫৫ কোটি ২০ লাখ টাকা ব্যয় বাড়বে। বর্তমানে দেশে মোট ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোটি ছয় লাখেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।

প্রস্তাবে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তাই যৌক্তিকতার ভিত্তিতে সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করা প্রয়োজন। বর্তমানে ১০ম গ্রেডে শুরুর মূল বেতন ১৬ হাজার টাকা, ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা, এবং ১৩তম গ্রেডে ১১ হাজার টাকা। এই পার্থক্যের কারণে শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার এ বিষয়ে বলেন, “সহকারী শিক্ষকদের দাবিটি যৌক্তিক। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং নতুন বেতন কমিশনকেও বিষয়টি জানানো হয়েছে।” অন্যদিকে, প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ‘ঐক্য পরিষদ’ সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে তাদের দাবি বাস্তবায়নের জন্য। দাবি পূরণ না হলে তারা বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা বর্জনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে।

-রফিক


গুচ্ছ পদ্ধতিতে ভর্তি: শিক্ষার্থীদের জন্য সুখবর

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৫ ১৪:৩৮:৫৫
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি: শিক্ষার্থীদের জন্য সুখবর
ছবি: সংগৃহীত

গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে পরিচালিত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এ সিদ্ধান্ত স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা এখন ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হয়। আগের মতো এবারও পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে, যা অনেক শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

ভর্তি প্রক্রিয়ায় আগ্রহী শিক্ষার্থীরা তিনটি ইউনিটে আবেদন করতে পারবেন। ইউনিটগুলো হলো— ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ‘বি’ ইউনিট (মানবিক) এবং ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা)। প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে ৭ ডিসেম্বর ২০২৫ প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তির জন্য ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করার যোগ্য হবেন।

ভর্তি বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি ইউনিটের ফলাফল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কেবলমাত্র উত্তীর্ণ পরীক্ষার্থীরাই নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নিজ নিজ পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণকারী ১৯টি বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত। এসব বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীরা একক পরীক্ষার মাধ্যমে একাধিক প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছেন, যা সময়, খরচ ও ভোগান্তি কমাতে কার্যকর ভূমিকা রাখছে।

-রফিক


৪৬তম বিসিএস ভাইভার সূচি প্রকাশ

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৫ ১৪:৩৫:৩২
৪৬তম বিসিএস ভাইভার সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত এই সূচিতে প্রথম ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করা হয়। কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, আগামী ৪ জানুয়ারি ২০২৬ থেকে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে ভাইভা গ্রহণ করা হবে।

প্রথম ধাপে প্রকাশিত সূচি অনুযায়ী, সাধারণ ক্যাডার এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত—উভয় ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১০২ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার প্রথম দিনেই ২১০ জন প্রার্থীর ভাইভা নেওয়া হবে। এই ধাপের মৌখিক পরীক্ষা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সরকারি কর্ম কমিশন কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় ও তারিখ অনুযায়ী পরীক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে কমিশন।

পিএসসি জানিয়েছে, কোনো অনিবার্য বা যুক্তিসঙ্গত পরিস্থিতিতে প্রয়োজনে প্রকাশিত সময়সূচিতে সংশোধন আনার অধিকার কমিশন সংরক্ষণ করে। সংশোধিত সূচি থাকলে তা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে সাধারণ ক্যাডারে পাস করেন ২ হাজার ৩৩৬ জন, কারিগরি বা পেশাগত ক্যাডারে উত্তীর্ণ হন ৭৩৮ জন, এবং সাধারণ ও কারিগরি উভয় ক্যাডারে একসঙ্গে উত্তীর্ণ হয়েছেন ৯৬৮ জন।

এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। ভাইভা শেষে চূড়ান্তভাবে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

-রাফসান


২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২৪ ১১:০৪:২১
২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড
ছবি : সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রাথমিক প্রস্তুতি হিসেবে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হয়েছে। তালিকায় কেন্দ্র সংক্রান্ত কোনো ভুলভ্রান্তি কিংবা আপত্তি থাকলে তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জানানো হয়েছে যে নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং বিষয়টি অত্যন্ত জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রের তালিকা দেখুনএখানে

শিক্ষাবোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত দুই থেকে তিন মাস পিছিয়ে যেতে পারে। সাধারণত ফেব্রুয়ারি মাসের শুরুতে এই পাবলিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। নির্বাচনের সময় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে বিধায় ওই সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। ফলে এবারের এসএসসি পরীক্ষা আগামী বছরের এপ্রিল মাসের শেষ দিকে অথবা মে মাসের শুরুতে অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বিগত কয়েক বছরের ধারাবাহিকতা বিশ্লেষণ করলে দেখা যায় যে ২০২০ সাল পর্যন্ত নিয়মিতভাবে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হতো। তবে করোনা মহামারীর কারণে ২০২১ সালে পরীক্ষা নভেম্বরে এবং ২০২২ সালে সেপ্টেম্বরে পিছিয়ে গিয়েছিল। ২০২৪ সালে পরীক্ষা আবারও ফেব্রুয়ারিতে ফিরিয়ে আনা সম্ভব হলেও ২০২৬ সালের জাতীয় নির্বাচনের কারণে আবারও এই ধারায় ছেদ পড়তে যাচ্ছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে যে চলতি মাসের শেষ দিকে বোর্ড মিটিংয়ের মাধ্যমে পরীক্ষার চূড়ান্ত তারিখ এবং রুটিন অনুমোদন করা হতে পারে।

ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন যে চলতি বা আগামী সপ্তাহে বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে যেখানে পরীক্ষার সার্বিক পরিকল্পনা চূড়ান্ত করা হবে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে এপ্রিলের শেষভাগই পরীক্ষার জন্য সবচেয়ে উপযোগী সময় হতে পারে। শিক্ষাবোর্ড থেকে মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দ্রুত কেন্দ্র তালিকা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ গুরুত্ব সহকারে বলা হয়েছে। এই পরিবর্তনের ফলে পরীক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার জন্য অতিরিক্ত কিছু সময় মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সরকারিকরণ হওয়া ১২ কারিগরি প্রতিষ্ঠানের নাম বদল

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২২ ২০:১৬:০১
সরকারিকরণ হওয়া ১২ কারিগরি প্রতিষ্ঠানের নাম বদল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনপ্রাপ্ত ১২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ হওয়ায় তাদের নাম আনুষ্ঠানিকভাবে সংশোধনের অনুমতি দেওয়া হয়েছে। বোর্ডের চেয়ারম্যানের সম্মতিক্রমে এসব প্রতিষ্ঠান এখন নতুন ও সংশোধিত নামে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম পরিচালনা করতে পারবে।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি এম ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ বোর্ডের বিভিন্ন শাখা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, সরকারিকরণের ফলে প্রতিষ্ঠানগুলোর নামের সঙ্গে ‘সরকারি’ শব্দ যুক্ত করে নতুন নামে অনুমোদনের জন্য আবেদন করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ও অনুমোদনের পর এসব প্রতিষ্ঠানের সংশোধিত নাম কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের সব বিভাগ ও শাখায় এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি সংশোধিত পূর্ণাঙ্গ নাম ব্যবহার করে আদেশটি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এখন থেকে পার্বতীপুর সরকারি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত হবে। জামালপুরের সরিষাবাড়ী পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ) নতুন করে নাম পেয়েছে সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ)।

যশোরের ঝিকরগাছা এম এল হাই স্কুল এখন ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুল নামে পরিচালিত হবে। একইভাবে ঝিনাইদহের মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন, ঘাটাইল গণ-পাইলট উচ্চ বিদ্যালয় এবং কালিহাতি আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়— এসব প্রতিষ্ঠানও সরকারিকরণের পর সংশোধিত নামে অনুমোদন পেয়েছে।

চট্টগ্রামের বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এখন থেকে বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় নামে চলবে। চুয়াডাঙ্গার আলমডাংগা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিবর্তিত হয়ে হয়েছে আলমডাংগা সরকারি উচ্চ বিদ্যালয়। ঝালকাঠীর নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় নতুন নামে সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হবে।

এ ছাড়া রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এখন বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং গাজীপুরের জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুল নতুন করে চন্দ্রা সরকারি হাই স্কুল নামে অনুমোদন পেয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের ভোকেশনাল কোড অপরিবর্তিত থাকবে বলে আদেশে স্পষ্ট করা হয়েছে।

-রফিক


প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নতুন কড়া নির্দেশনা

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২২ ১৪:৪৪:৫৯
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নতুন কড়া নির্দেশনা
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দুই ধাপের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, একযোগে দেশের ৬১টি জেলায় এই পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী চলবে। পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নতুন ও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করে। এ বিষয়ে অধিদপ্তরের যুগ্মসচিব এ. কে. মোহাম্মদ সামছুল আহসান গণমাধ্যমকে জানান, প্রতিটি বড় নিয়োগ পরীক্ষার আগেই পরীক্ষার্থীদের করণীয় ও নিষেধাজ্ঞা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে নির্দেশিকা প্রকাশ করা হয়। তিনি বলেন, এই পরীক্ষাটি নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রে বই, নোট, খাতা, আলাদা কাগজ, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি বা ঘড়িজাতীয় কোনো বস্তু এবং যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, কোনো পরীক্ষার্থী এসব নিষিদ্ধ সামগ্রী সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে ব্যবহৃত টয়লেটগুলোতেও যেন এসব নিষিদ্ধ সামগ্রী না থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার সময় নিরাপত্তা জোরদারে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা যুক্ত করা হয়েছে। পরীক্ষার্থীকে কেন্দ্র প্রবেশের সময় থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত উভয় কান সম্পূর্ণ উন্মুক্ত রাখতে হবে। এই শর্তটি প্রবেশপত্রেও উল্লেখ রয়েছে এবং কক্ষ পরিদর্শকদের তা নিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজনে পরীক্ষার্থীদের কানের ভেতরে ব্লুটুথ বা স্পাইক জাতীয় এয়ারফোন রয়েছে কিনা, তা টর্চলাইট ব্যবহার করে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, লিখিত পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে পরীক্ষার্থীকে নির্ধারিত আসনে বসতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না। প্রত্যেক পরীক্ষার্থীকে তার নির্ধারিত আসনেই বসতে হবে।

এছাড়া পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সতর্কীকরণ ঘণ্টা বাজানো হবে। একই সময়ে পরীক্ষা কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে তালাবদ্ধ করতে হবে। এই সময়ের পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ বা কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হবে না। কেবল দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কাউকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ বা বের হওয়ার সুযোগ থাকবে না।

-শরিফুল


আইবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২২ ১৩:৫৬:৫৯
আইবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের বিবিএ প্রোগ্রামে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক অনলাইন পোর্টালে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়, যার মাধ্যমে আইবিএ ইউনিটে ভর্তিপ্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।

ভর্তি কার্যক্রমের ধারাবাহিকতায় জানা গেছে, গত ৭ ডিসেম্বর আইবিএ বিবিএ প্রোগ্রামের লিখিত পরীক্ষার প্রাথমিক ফল প্রকাশ করা হয়েছিল। এরপর উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ১৭ ডিসেম্বর নেওয়া হয় কমিউনিকেশন স্কিল টেস্ট। এই দুই ধাপের ফলাফল সমন্বয় করেই চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হয়েছে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা নিজ নিজ ইউজার আইডি ব্যবহার করে অনলাইনে লগইন করে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি টেলিটক, বাংলালিংক অথবা গ্রামীণফোন নম্বর থেকে মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ রাখা হয়েছে। এ জন্য ‘DU IBA <পরীক্ষার রোল নম্বর’ লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফলাফল জানানো হবে।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে আইবিএর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৮ নভেম্বর। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই ইউনিটে মাত্র ১২০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৯ হাজার ৫২টি, যা প্রতি আসনের বিপরীতে বিপুল প্রতিযোগিতার চিত্র তুলে ধরে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের (ক–ইউনিট) প্রথম বর্ষ স্নাতক পর্যায়ের যে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল, তার নতুন তারিখও ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার (২৭ ডিসেম্বর) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য রবিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

-রাফসান


নির্বাচন ও রমজানের কবলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা: নতুন তারিখ কবে?

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২২ ১১:৫২:১৩
নির্বাচন ও রমজানের কবলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা: নতুন তারিখ কবে?
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির কারণে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অন্তত তিন মাস পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই পাবলিক পরীক্ষা শুরু হলেও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থাকায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন যে দৃশ্যত ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই।

শিক্ষাক্রম পরিবর্তনের জটিলতার পর এবার পরীক্ষার সময়সূচি নিয়ে নতুন এই সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা এবার আগের মতো দশম শ্রেণির মাত্র এক বছরের সিলেবাসের ওপর ভিত্তি করে পরীক্ষায় অংশ নেবে। বোর্ড সংশ্লিষ্টরা বলছেন যে নির্বাচনের পরপরই রমজান মাস শুরু হওয়ায় এবং এরপর ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি থাকায় এপ্রিলের আগে পরীক্ষা শুরু করা প্রায় অসম্ভব। ফলে মে মাসের শুরুর দিকে পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার রোববার (২১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে জানান যে পরীক্ষা পেছানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলতি সপ্তাহ অথবা আগামী সপ্তাহে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন যে এর আগেও করোনা পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সূচিতে বড় ধরণের ওলট-পালট হয়েছিল। ২০২৬ সালের ঈদুল ফিতর মার্চের তৃতীয় সপ্তাহে হওয়ার কথা রয়েছে এবং ঈদুল আজহার আগেই পুরো পরীক্ষা প্রক্রিয়া শেষ করার একটি পরিকল্পনা বোর্ডের মাথায় রয়েছে। তাই এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে পরীক্ষা শুরু করে এক মাস ১০ দিনের মধ্যে তা শেষ করার ছক কষা হচ্ছে।

পরীক্ষার তারিখ চূড়ান্ত না হলেও ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই প্রক্রিয়া চলবে ১০ জানুয়ারি পর্যন্ত এবং ফি জমা দেওয়া যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন যে সময়সূচি নিয়ে উদ্বিগ্ন না হয়ে তারা যেন মনোযোগ দিয়ে প্রস্তুতি গ্রহণ করে। বোর্ড কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে একটি বাস্তবসম্মত রুটিন প্রকাশ করবে যাতে নির্বাচন ও ধর্মীয় উৎসবের কোনো প্রভাব শিক্ষার্থীদের ওপর না পড়ে।


স্থগিত হওয়া ঢাবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা: জানুন নিয়ম

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২১ ১৮:০৫:৫৪
স্থগিত হওয়া ঢাবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা: জানুন নিয়ম
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে সকালে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্র পরিবর্তনের বিশেষ সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে যেসব পরীক্ষার্থীর আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর ঢাকায় অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে, তারা চাইলে নিজেদের পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের আবেদন করতে পারবেন। বিশেষ করে ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে সিট পড়া শিক্ষার্থীদের জন্য এই সুযোগ রাখা হয়েছে। এই প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আজ ২১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে আগামী ২৩ ডিসেম্বর রাত ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং সংশ্লিষ্ট অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের কপি আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য যে বিজ্ঞান ইউনিটের এই পরীক্ষাটি গত শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করায় শুক্রবার আকস্মিকভাবে এই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোক কাটিয়ে ওঠার পর শিক্ষার্থীদের শিক্ষাজীবনের কথা বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে এই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

চলতি শিক্ষাবর্ষের অন্যান্য ইউনিটের পরীক্ষাগুলো ইতোমধ্যে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে গত ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিট, ১৩ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং নভেম্বরের শেষ দিকে চারুকলা ও আইবিএর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জানিয়েছে যে ২৭ ডিসেম্বরের পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে সময়মতো কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।


জাবিতে শুরু হচ্ছে ভর্তি যুদ্ধ: পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ও আসন বিন্যাস জানুন

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ ডিসেম্বর ২১ ১০:৩৯:০৩
জাবিতে শুরু হচ্ছে ভর্তি যুদ্ধ: পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ও আসন বিন্যাস জানুন
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রোববার (২১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এই ভর্তি যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা ঘটবে যা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে। এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়টির সাতটি ইউনিটের ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিসংখ্যানে দেখা গেছে যে এবার প্রতিটি আসনের জন্য লড়াই করবেন গড়ে ১১৯ জন শিক্ষার্থী যা গত বছরের তুলনায় কিছুটা কম।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির তথ্য অনুযায়ী ২২ ডিসেম্বর ‘বি’ ও ‘ই’ ইউনিট এবং ২৩ ডিসেম্বর ‘সি১’ ও ‘ডি’ ইউনিটের একাংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর ‘ডি’ ইউনিটের বাকি অংশ এবং ২৮ ডিসেম্বর ‘এ’ ইউনিটের একাংশ ও আইবিএ-জেইউ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হবে। ২৯ ডিসেম্বর ‘এ’ ইউনিটের অবশিষ্ট অংশের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি কার্যক্রম শেষ হবে। এবার জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে প্রতিযোগিতার হার সবচেয়ে বেশি যেখানে ৩১০টি আসনের বিপরীতে লড়বেন ৭০ হাজার ২২০ জন শিক্ষার্থী। অর্থাৎ এই ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে ২২৭ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের সভাপতিত্বে ৪৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। ক্যাম্পাসে ২৫০ জন পুলিশ এবং ৬০ জন আনসার সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও মোতায়েন থাকবেন। বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ক্যাম্পাসে প্রবেশে কোনো ভোগান্তিতে পড়তে না হয়।

জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স সেবা সবসময় প্রস্তুত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি জানিয়েছে যে প্রতিদিন একাধিক শিফটে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। গত বছর ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে আসনপ্রতি প্রতিযোগীর সংখ্যা ছিল ১৪৫ জন যা এবার কমে ১১৯ জনে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে যে অত্যন্ত স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়েই এই বছরের মেধা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত