এনসিপির সংবাদ সম্মেলন

ফ্যাসিবাদী সরকার পতন হলেও ব্যবস্থার পতন হয়নি: শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশ’-এর রূপরেখা দেবে এনসিপি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ১৮:৪০:৩৪
ফ্যাসিবাদী সরকার পতন হলেও ব্যবস্থার পতন হয়নি: শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশ’-এর রূপরেখা দেবে এনসিপি
এনসিপির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও এ দেশের ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল কাঠামো এখনো অটুট রয়েছে। ফলে নতুন বাংলাদেশ গঠনের যে লড়াই, তা এখনও শেষ হয়নি—বরং আমাদের সামনে আরও সুসংগঠিতভাবে এগিয়ে যাওয়ার প্রয়োজন।”

শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে শহীদ মিনারে ঘোষিত জনসমাবেশের প্রস্তুতি জানাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “আমরা মনে করি, গত বছরের জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক এক প্রতিবাদ। ৩ আগস্ট শহীদ মিনার থেকে ‘এক দফা এক দাবি’ হিসেবে সরকার পতনের ও ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্তির যে আহ্বান জানানো হয়েছিল, সেটি আমাদের রাষ্ট্রচিন্তা ও আন্দোলনের রূপরেখা নির্ধারণ করেছে। কিন্তু আমরা এখনও লক্ষ্য করেছি, শুধু সরকারের পতন হলেই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হয় না—যদি না ব্যবস্থার ভেতরকার শোষণ, দমন ও বৈষম্যের মূলনীতি পাল্টানো হয়।”

তিনি আরও বলেন, “আগামীকাল ৩ আগস্ট শহীদ মিনারে আমাদের ‘জুলাই পদযাত্রা’র আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এদিনই আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নতুন বাংলাদেশের রূপরেখা প্রকাশ করব। একটি গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন নিয়েই আমরা এই ইশতেহার উপস্থাপন করব। বিকেল ৪টায় শহীদ মিনারে এ উপলক্ষে একটি বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে।”

এনসিপি আহ্বায়ক বলেন, “গত এক বছরে আমরা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর মূল আকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়ন দেখি নাই। দেশের অর্থনীতি, কর্মসংস্থান, সুশাসন ও ন্যায়ের প্রশ্নে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ‘জুলাই সনদ’ আমাদের সেই অসমাপ্ত আকাঙ্ক্ষারই প্রতিফলন হবে বলে আমরা মনে করি। যদি অন্তর্বর্তী সরকার এটি যথাযথভাবে ঘোষণার দায়িত্ব পালন করে, আমরা স্বাগত জানাব; আর না করলে, আমরা নিজেরাই বিকল্প উদ্যোগ গ্রহণে প্রস্তুত আছি।”

তিনি জোর দিয়ে বলেন, “ফ্যাসিবাদ শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, একটি সামগ্রিক ব্যবস্থার প্রতিফলন। তাই শুধুমাত্র সরকার পরিবর্তন নয়, আমাদের দরকার এক নতুন রাষ্ট্রের কল্পচিত্র—যেখানে শোষণ, বৈষম্য, নিপীড়নের জায়গাগুলোকে নির্মূল করা সম্ভব হবে। শহীদ মিনারে আমাদের বক্তব্য সেই নতুন রাষ্ট্র বিনির্মাণের আহ্বানই বহন করবে।”

এনসিপির সংবাদ সম্মেলন রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে, বিশেষ করে যখন অন্তর্বর্তী সরকারের ঘোষণাপত্র প্রকাশের প্রাক্কালে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি পুনরায় সংজ্ঞায়িত করছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ