মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দুই উপদেষ্টার সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ০৯:২৯:৩৯
মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দুই উপদেষ্টার সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস
ছবি: সংগৃহীত

মধ্যরাতে ফেসবুক পোস্টের মাধ্যমে আলোচনায় ফিরে এলো 'জুলাই ঘোষণাপত্র'। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণাপত্র নিয়ে মন্তব্য করেছেন।

শুক্রবার (১ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মাহফুজ আলম লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটি বাস্তবায়নের পথে যারা অবদান রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

একই রাতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও নিজের ফেসবুকে লিখেছেন, ‘জুলাই ঘোষণাপত্র আসছে...’— যা নতুন করে জনমনে আগ্রহ তৈরি করেছে।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই খসড়াটি মতামতের জন্য বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে পাঠানো হয়েছে।

সরকারি একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ৫ আগস্টের আগেই যে কোনো দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই খসড়া আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেন।

প্রসঙ্গত, খসড়াটি তৈরি করা হয়েছে কঠোর গোপনীয়তার মধ্যে। এতে কোনো ধরনের আগাম বিতর্ক বা বিভ্রান্তি এড়াতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। ঘোষণাপত্রে মোট ২৬টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে।

নথিতে উল্লেখ করা হয়েছে, জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশে একটি অভ্যুত্থান ঘটে। যদিও প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল, এটি হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে ‘জুলাই ঘোষণাপত্র’ তৈরির উদ্যোগ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ২০২৪ সালের ২৯ ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত জানানো হয় এবং ৩১ ডিসেম্বর তা প্রকাশের কর্মসূচি নেওয়া হয়েছিল।

শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি এতে যুক্ত না থাকলেও পরবর্তীতে সরকারের পক্ষ থেকেই সংশ্লিষ্ট সংলাপ ও প্রক্রিয়া পরিচালিত হয়। সংস্কার কমিশনের সুপারিশ, রাজনৈতিক দলগুলোর মতামত এবং জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতেই গঠিত হয়েছে ঘোষণাপত্রের খসড়া।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ