তারেক রহমান এখন উপযুক্ত নেতা: কাদের সিদ্দিকী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ০৮:০৯:৪৯
তারেক রহমান এখন উপযুক্ত নেতা: কাদের সিদ্দিকী

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এক কঠোর ও স্পষ্ট রাজনৈতিক বক্তব্যে বর্তমান প্রেক্ষাপটে তার অবস্থান পুনর্নির্ধারণ করেছেন। শনিবার (২৬ জুলাই) টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একদিকে শেখ হাসিনার সরকারকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়েছেন, অন্যদিকে বিএনপি নেতা তারেক রহমানকে 'বাংলাদেশের জন্য উপযুক্ত নেতা' বলে স্বীকৃতি দিয়েছেন।

বক্তব্যে কাদের সিদ্দিকী অকপটে বলেন, “একসময় বিএনপির নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের কোনো রাজনৈতিক বক্তব্য আমার পছন্দ হতো না। কিন্তু আজকের বাস্তবতায়, শেখ হাসিনার পতনের পর তার একটিও বক্তব্য আমার অপছন্দ হয়নি। আমি মনে করি, এই মুহূর্তে তারেক রহমানই বাংলাদেশের জন্য একজন যোগ্য ও প্রয়োজনীয় নেতা।”

এই বক্তব্যের মাধ্যমে কাদের সিদ্দিকী দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক দূরত্বকে অতিক্রম করে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে একটি নতুন রাজনৈতিক বার্তা দিয়েছেন।

বঙ্গবীর তার বক্তব্যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মধ্যে সুস্পষ্ট পার্থক্য করে বলেন, “আওয়ামী লীগ স্বৈরাচার নয়, শেখ হাসিনার আওয়ামী লীগ স্বৈরাচার। আমি সেই কারণে এটাকে 'হাসিনা লীগ' বলি। এই দলটি মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয়েছে।”

তিনি আরও বলেন, “যারা শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুকে মিলিয়ে ফেলেন, তারা প্রকৃত অর্থেই বাস্তবতা বুঝতে অক্ষম। শেখ হাসিনার রাজনীতি আর বঙ্গবন্ধুর রাজনীতি কখনোই এক ছিল না।”

কাদের সিদ্দিকী অভিযোগ করেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের মূল চেতনা ‘জয় বাংলা’ স্লোগানকেও অপরাধ হিসেবে দণ্ডিত করছে। তিনি বলেন, “তোমরা জয় বাংলা বলার কারণে মানুষকে জেলে দাও। এর জবাব একদিন দিতে হবেই। সরকার মনে করে জবাবদিহি ছাড়াই চলতে পারবে, কিন্তু ইতিহাস কাউকে ছাড় দেয় না।”

তিনি শেখ হাসিনার রাজনৈতিক পরিণতি সম্পর্কে বলেন, “শেখ হাসিনাকে ঘোড়ার রোগে ধরেছিল, তাই আজ তার এই পরিণতি হয়েছে। এই পতন কোনো রাজনৈতিক কারণে হয়নি, বরং এটা আল্লাহর তরফ থেকে এসেছে একটি স্বৈরাচারী শাসনের জন্য চরম পরিণতি।”

কাদের সিদ্দিকী বলেন, “যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে, আমি একশ ভাগ তাদের পক্ষে। তাদের সালাম জানাই। এই আন্দোলনের মাধ্যমে তারা অন্যায় প্রতিরোধ করেছে। তবে আমি এটাও বলি, যদি তারা সীমা লঙ্ঘন করে, তবে শত বছরের সুনাম একদিনেই ধ্বংস হয়ে যেতে পারে।”

তিনি ভবিষ্যতের আন্দোলনের চরিত্র নিয়েও সতর্ক করেন। বলেন, “একটা অন্যায়কারীর পতন ঘটালেই দায়িত্ব শেষ হয় না। যদি আমরা ভবিষ্যতে সেই চেতনায় অবিচল না থাকি, তবে আমাদের গৌরবও থাকবে না।”

অনুষ্ঠানে কাদেরিয়া বাহিনীর বহু যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন বীর বিক্রম আবুল কালাম আজাদ, বীর প্রতীক হাবিবুর রহমান তালুকদার খোকা, বীর প্রতীক ফজলুল হক, বীর প্রতীক আব্দুল্লাহ এবং কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনসুর আজাদ সিদ্দিকীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধা কমান্ডাররা।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ