স্বেচ্ছাসেবক লীগ থেকে যুবলীগ: নিষিদ্ধ সংগঠনের শীর্ষ ৮ নেতা গ্রেফতার

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০১ ১৯:৫১:২৪
স্বেচ্ছাসেবক লীগ থেকে যুবলীগ: নিষিদ্ধ সংগঠনের শীর্ষ ৮ নেতা গ্রেফতার
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযান রাজধানীর নিরাপত্তা ব্যবস্থায় নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থেকে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে ডিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতদের তালিকায় রয়েছেন—

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল (৫১),

ঢাকা দক্ষিণের ৩৩ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিবলু (৪৮),

কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩ নম্বর কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেত (৪৫),

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে লিটন (৫০),

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান (২৫),

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন,

আওয়ামী লীগের সাবেক ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়া,

গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. মিজানুর রহমান (৫২)।

ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫টায় প্রথম গ্রেফতারটি সম্পন্ন হয়। ডিবি লালবাগ জোনাল টিম গ্রেফতার করে এস এম জালালকে। এরপর সন্ধ্যা সাড়ে ৮টায় ওয়ারী বিভাগের একটি চৌকস টিম বংশাল এলাকা থেকে গ্রেফতার করে মো. শিবলুকে। রাত ১০টায় সেগুনবাগিচা থেকে আফজালুন নেছাকে আটক করে ওয়ারী বিভাগ। মধ্যরাতে কুলিয়ারচরের জসিম উদ্দিনকে ওয়ারী থেকে গ্রেফতার করে লালবাগ টিম।

পরবর্তী সময়ে রাত সোয়া ১২টায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ছাত্রলীগ নেতা আশিকুর রহমানকে গ্রেফতার করে ডিবি সাইবার সাউথ ডিভিশন। একই রাতে উত্তরা ১১ নম্বর সেক্টর থেকে মো. মিজানুর রহমান, পান্থপথ এলাকা থেকে মাহাবুবুর রহমান হিরন এবং মাতুয়াইল এলাকা থেকে সাবেক কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

একজন ডিবি কর্মকর্তা জানান, "এই গ্রেফতারগুলো কোনো একটি বিচ্ছিন্ন ঘটনার অংশ নয়, বরং রাজধানীতে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধের অংশ হিসেবে একটি সুপরিকল্পিত ও তথ্যভিত্তিক পদক্ষেপ। নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কার্যক্রম পুনরায় সক্রিয় করার চেষ্টার বিষয়টিও আমরা গুরুত্বসহকারে বিবেচনায় রেখেছি।"

রাজনৈতিক অঙ্গনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর পুনরুজ্জীবনের প্রচেষ্টার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীর এই পদক্ষেপকে অনেকেই একটি কঠোর বার্তা হিসেবে দেখছেন। সরকারের কঠোর অবস্থান এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ঘোষণা ইতোমধ্যেই জনসমক্ষে এসেছে। ফলে এই আটজন নেতাকর্মীর গ্রেফতার রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং রাজধানীর যেকোনো প্রান্তে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ