স্বাধীন ফিলিস্তিন না পাওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ০৯:৩৯:২৮
স্বাধীন ফিলিস্তিন না পাওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের
ছবি: সংগৃহীত

স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, জেরুজালেমকে রাজধানী করে একটি পূর্ণ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরায়েলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত তারা তাদের সংগ্রাম চালিয়ে যাবে।

জাতিসংঘের সদর দপ্তরে চলমান দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে তিনদিনের সম্মেলনের দ্বিতীয় দিনে (২৯ জুলাই) ১৭টি দেশ একটি যৌথ ঘোষণাপত্রে সই করে। ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনে কাতার, মিশর, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্সসহ কয়েকটি পশ্চিমা দেশও অংশ নেয়। ঘোষণাপত্রে হামাসকে গাজার শাসনক্ষমতা ছেড়ে দেওয়া এবং অস্ত্র পরিত্যাগের আহ্বান জানানো হয়।

এই আহ্বানের জবাবে হামাস স্পষ্টভাবে জানায়, ফিলিস্তিনিদের সার্বভৌম অধিকারের নিশ্চয়তা ছাড়া তারা কোনো ধরনের আপোসে যাবে না।

গাজায় চলমান মানবিক সংকটও দিন দিন তীব্র হচ্ছে। ত্রাণ সংগ্রহ করতে যাওয়া বেসামরিক মানুষের ওপর ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। একের পর এক খাদ্যবাহী ট্রাকের পাশে হামলার ঘটনায় প্রাণ হারাচ্ছে শিশু-কিশোরসহ বয়স্করা। চিকিৎসাসেবায় নিয়োজিত সংস্থাগুলোর দাবি, এসব ট্রাকের আশপাশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, যার সুযোগ নিচ্ছে ইসরায়েলি বাহিনী।

এই পরিস্থিতিতে গাজা সফরে এসে মার্কিন দূত স্টিভ উইটকফ কোনো জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ না করায় প্রশ্ন উঠেছে। বরং তিনি পরিদর্শন করেছেন ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ নামে বিতর্কিত একটি ত্রাণকেন্দ্র, যেটিকে জাতিসংঘ ইতিপূর্বে অযোগ্য ও অনিরাপদ হিসেবে চিহ্নিত করেছে।

এদিকে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে যুদ্ধবিরতির সম্ভাবনা আছে কি না। একই সঙ্গে তিনি দাবি করেন, গাজায় ‘ভুয়া দুর্ভিক্ষের প্রচারণা’ চালানো হচ্ছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ