হাটহাজারী মাদরাসায় কবর জিয়ারতে নজরুল-সালাহউদ্দিন: খালেদা-তারেকের শুভেচ্ছা বার্তা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০১ ১৮:৪৯:১৯
হাটহাজারী মাদরাসায় কবর জিয়ারতে নজরুল-সালাহউদ্দিন: খালেদা-তারেকের শুভেচ্ছা বার্তা
ছবিঃ সংগৃহীত

বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদরাসা (হাটহাজারী মাদরাসা) পরিদর্শন করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১ আগস্ট) দুপুরে তাঁরা মাদরাসা প্রাঙ্গণে উপস্থিত হয়ে মাদরাসার সাবেক দুই প্রধান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।

এই সফরটি মূলত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সৌজন্যমূলক ও ধর্মীয় মর্যাদাসূচক সম্মান প্রদর্শনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতাও হয় বলে জানা গেছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সারোয়ার আলমগীর এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিম উল্লাহ বাহার।

বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, খালেদা জিয়া ও তারেক রহমান হাটহাজারীর ইসলামী ঐতিহ্য, আলেম সমাজ এবং মাদরাসার প্রতি গভীর শ্রদ্ধাশীল। তাঁদের পক্ষ থেকেই এই সফরটি সংগঠিত হয়েছে, যা ইসলামী নেতৃত্বের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির সম্পর্ক জোরদার করতে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

উল্লেখ্য, হাটহাজারী মাদরাসা বাংলাদেশের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী কওমি ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে আসছে। বিএনপির এ সফরকে অনেকে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে কৌশলগত ‘ইসলামী ভাবধারার’ সংহতির প্রতীক বলেও ব্যাখ্যা করছেন।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ