একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু, ফি পরিশোধে সুখবর!

শিক্ষা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০১ ০৯:৪২:৩০
একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু, ফি পরিশোধে সুখবর!
ছবিঃ সংগৃহীত

২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি ও কারিগরি শিক্ষায় ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে ৩০ জুলাই থেকে এবং তা চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। পাশাপাশি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীন কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ভর্তি আবেদন শুরু হয়েছে একই তারিখে, যা চলবে ১৪ আগস্ট, ২০২৫ পর্যন্ত।

ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য অন্যতম সহজ এবং নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে থাকছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ। শিক্ষার্থীরা সহজেই বিকাশ অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই আবেদন ফি এবং রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে পারবেন।

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথমে শিক্ষার্থীকে https://xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। এরপর আবেদন ফি পরিশোধের জন্য বিকাশ অ্যাপে ‘এডুকেশন ফি’ অপশনে গিয়ে ‘XI Class Admission’ নির্বাচন করতে হবে। এরপর বোর্ডের নাম, পাসের বছর, এসএসসি রোল নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।

স্ক্রিনে নির্ধারিত ফি প্রদর্শিত হলে বিকাশ পিন দিয়ে ‘চেপে ধরে রাখুন’ অপশনে ট্যাপ করে লেনদেন সম্পন্ন করতে হবে। পেমেন্ট সফল হলে নিশ্চিতকরণ বার্তা এবং একটি ডিজিটাল রিসিট পাওয়া যাবে, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণযোগ্য।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানে ভর্তির আবেদনেও প্রক্রিয়া প্রায় একই। বিকাশ অ্যাপে ‘এডুকেশন ফি’ অপশন থেকে ‘BTEB’ নির্বাচন করতে হবে এবং নির্ধারিত পেমেন্ট কোড (যেমন: প্রোগ্রাম কোড + পাসের বছর + বোর্ড কোড + রোল নম্বর) লিখে ফি-এর পরিমাণ দেখে নেওয়ার পর বিকাশ পিন দিয়ে লেনদেন নিশ্চিত করতে হবে। সফলভাবে পেমেন্ট সম্পন্ন হলে নিশ্চিতকরণ বার্তা ও ডিজিটাল রিসিট প্রদান করা হবে। পরে শিক্ষার্থীকে http://btebadmission.gov.bd/website লিঙ্কে গিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ