ফায়ার সার্ভিস

নিরাপত্তাহীন ভবনের তালিকায় সুন্দরবন মার্কেট ছিল তিন বছর ধরে -ফায়ার সার্ভিস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ১২:৫৮:২৮
নিরাপত্তাহীন ভবনের তালিকায় সুন্দরবন মার্কেট ছিল তিন বছর ধরে -ফায়ার সার্ভিস
আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন: আগে থেকেই ছিল ঝুঁকিপূর্ণ, জানায় ফায়ার সার্ভিস

রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনটির আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থার অভাব ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, ভবনের বিভিন্ন ফ্লোরে—বিশেষ করে নিচতলা ও চারতলায়—অনেক মানুষ অবস্থান করছিলেন। তাদেরকে বারবার অনুরোধ করা হলেও কেউ বের হতে চাইছিল না। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে লোকজনকে বের করে আনার চেষ্টা করেন। এতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কাজ কিছুটা ব্যাহত হয়।

তিনি বলেন, ‘আমরা যদি সঠিক সময়ে কাজ শুরু করতে না পারি, তবে আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয় না। তবে সব সংস্থার সমন্বয়ে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনটি ছিল বিপজ্জনক।’

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানান, এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না কতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি দোকানের শাটার খুলে আগুনের উৎস পান। বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষ হলে জানা যাবে।

আগুনের কারণ সম্পর্কে কাজী নজমুজ্জামান বলেন, ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান বা অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। তিন বছর আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ভবনের বিদ্যুৎ সংযোগের তারগুলো ছিল এলোমেলো, যেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এতে আগুন নেভাতে সময় লেগেছে বেশি।

সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ