লোকাল বাসে তারেক রহমান, সাধারণ জীবনধারায় প্রশংসিত নেটদুনিয়ায়

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ০৯:০৫:৫৬
লোকাল বাসে তারেক রহমান, সাধারণ জীবনধারায় প্রশংসিত নেটদুনিয়ায়
লন্ডনে তারেক রহমান। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কয়েকটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে লন্ডনের লোকাল বাসে যাতায়াত করতে দেখা গেছে। ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

ছবিগুলো তোলা হয়েছে স্থানীয় সময় শুক্রবার, ১ আগস্ট। এক ছবিতে দেখা যায়, লন্ডনের উত্তরের একটি বাসস্টপে মোবাইল হাতে দাঁড়িয়ে আছেন তারেক রহমান। তার পরনে ছিল হালকা নীল রঙের শার্ট, খাকি প্যান্ট এবং সাধারণ স্নিকার্স। আরেক ছবিতে তাকে লাল রঙের ডাবল-ডেকার বাসে অন্যান্য যাত্রীদের সঙ্গে ওঠতে দেখা যায়।

বিএনপির মিডিয়া সেল থেকে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, “আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন। যা তার বিনয়, সাধারণ জীবনধারা ও জনগণের সঙ্গে আত্মিক সম্পর্কের প্রতিচ্ছবি।”

এই ছবি ঘিরে সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশংসা করেছেন, আবার কেউ বিষয়টি দেখেছেন রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল হিসেবে।

মোহাম্মদ শামসুদ্দিন নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “তারুণ্যের অহংকার তারেক রহমান, বাংলাদেশের প্রাণ।” আরেকজন, মোশারফ নামের একজন মন্তব্য করেছেন, “তরুণ যুবকের আইডল।”

বিএনপির পোস্টটি শেয়ার করার আট ঘণ্টার মধ্যে এতে ৩৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য করেছেন ৪ হাজার ৩শ’র বেশি ব্যবহারকারী এবং শেয়ার হয়েছে ৫ হাজার ৭শ’র বেশি বার।

এই ঘটনাটি তারেক রহমানের সাধারণ জীবনযাপন ও জনসংযোগের বার্তা তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ