হলিউড

নিলামে উঠলো মাইকেল জ্যাকসনের মোজা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ২০:৪১:২৮
নিলামে উঠলো মাইকেল জ্যাকসনের মোজা
মাইকেল জ্যাকসন। ছবি: সংগৃহীত

বিশ্বসংগীতের কিংবদন্তি শিল্পী মাইকেল জ্যাকসনের স্মৃতিচিহ্ন আজও ভক্তদের কাছে অমূল্য সম্পদ। এবার তার ব্যবহৃত একটি সাদা স্পোর্টস মোজা নিলামে বিক্রি হয়েছে প্রায় ৮ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকার সমান।

ঘটনাটি ঘটেছে ফ্রান্সে আয়োজিত একটি বিশেষ নিলাম অনুষ্ঠানে। ৩০ জুলাই অনুষ্ঠিত সেই নিলামে তোলা হয় ১৯৯৭ সালে ফ্রান্সের নিম শহরে অনুষ্ঠিত এক কনসার্টে মাইকেল জ্যাকসনের পরা একটি মোজা। সাদা রঙের সেই মোজায় ছিল ঝকঝকে রাইনস্টোন, যা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত।

নিলাম সংস্থা ‘অরোর ইলি’র বরাতে জানা যায়, ওই কনসার্টের পর ড্রেসিংরুমের পাশ থেকে মোজাটি কুড়িয়ে পান এক টেকনিশিয়ান। পরবর্তী ২৫ বছর সেটি তার কাছেই সংরক্ষিত ছিল। সময়ের সঙ্গে মোজাটিতে কিছুটা হলদে দাগ পড়লেও সেটির প্রতি আগ্রহে ভাটা পড়েনি সংগ্রাহকদের।

প্রথমে ধারণা করা হয়েছিল, মোজাটি হয়তো তিন থেকে চার হাজার ডলারে বিক্রি হতে পারে। কিন্তু নিলাম শুরু হতেই দাম বেড়ে দাঁড়ায় প্রায় ৮ হাজার ডলার। এটি মাইকেল জ্যাকসনের ব্যবহৃত স্মারক হিসেবে নতুন করে ভক্তদের আগ্রহের বিষয় হয়ে ওঠে।

এর আগেও মাইকেল জ্যাকসনের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিলামে উঠেছে। ২০২৩ সালে তার একটি বিখ্যাত টুপি প্যারিসে বিক্রি হয় ৮০ হাজার ডলারে। এসব ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট যে, তার মৃত্যুর পরও ভক্তদের কাছে তিনি কতটা প্রভাবশালী হয়ে আছেন।

উল্লেখ্য, মাইকেল জ্যাকসন ২০০৯ সালের ২৫ জুন মৃত্যুবরণ করেন মাত্র ৫০ বছর বয়সে। তবে তার সংগীত, স্টাইল এবং ক্যারিশমা এখনও বিশ্বজুড়ে জীবন্ত হয়ে আছে ভক্তদের হৃদয়ে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ