'চলুন সহজভাবে বুঝি': হেপাটাইটিস সম্পর্কে সচেতনতার নতুন বার্তা

স্বাস্থ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ২২:২৬:০৯
'চলুন সহজভাবে বুঝি': হেপাটাইটিস সম্পর্কে সচেতনতার নতুন বার্তা
ছবি: ফ্রিপিক

হেপাটাইটিস প্রতিরোধে জাতীয় ঐক্য দরকার: বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫

প্রতিবছরের মতো ২৮ জুলাই বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’। হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের সদস্য দেশগুলো যৌথভাবে দিবসটি পালন করছে।

২০২৫ সালের প্রতিপাদ্য—‘চলুন সহজভাবে বুঝি’ (Let’s Break It Down)—এই থিমের মাধ্যমে সাধারণ মানুষকে সহজ ভাষায় হেপাটাইটিস সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশে দিবসটি উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এক বাণীতে বলেন, হেপাটাইটিস নির্মূলে ২০৩০ সালের লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ সারা দেশে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে।

কী এই হেপাটাইটিস?

হেপাটাইটিস হলো লিভারের প্রদাহজনিত রোগ, যা মূলত ভাইরাসজনিত। হেপাটাইটিসের পাঁচটি ধরন রয়েছে—A, B, C, D ও E। এসব ভাইরাস থেকে তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদে লিভার সিরোসিস, ক্যানসার ও এমনকি লিভার ফেইলিউর পর্যন্ত হতে পারে। বর্তমানে এটি বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী সংক্রামক ভাইরাস। প্রতিবছর ২২ লাখ মানুষ নতুনভাবে আক্রান্ত হন এবং প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারান।

বাংলাদেশের বাস্তবতা

বাংলাদেশে পরিস্থিতিও উদ্বেগজনক।

হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত প্রায় ৪.৪% মানুষ, আর সি ভাইরাসে আক্রান্ত ০.৬৬%।

দেশে ৯০ লাখ থেকে ১ কোটির বেশি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাস বহন করছেন।

প্রতিবছর ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটে হেপাটাইটিসজনিত জটিলতায়।

লিভার ক্যানসার দেশে ক্যানসারজনিত মৃত্যুর তৃতীয় প্রধান কারণ, যার মূল উৎস হেপাটাইটিস বি ও সি।

কিভাবে প্রতিরোধ করা যায়?

হেপাটাইটিস A ও E প্রতিরোধে:

নিরাপদ পানি ও খাদ্য নিশ্চিত করা

স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন নিশ্চিত

হেপাটাইটিস A টিকা গ্রহণ

গর্ভবতী নারীদের জন্য বিশেষ সতর্কতা

হেপাটাইটিস B ও C প্রতিরোধে:

রক্ত গ্রহণের আগে সঠিক স্ক্রিনিং

পুনঃব্যবহারযোগ্য সুচ, সিরিঞ্জ নিষিদ্ধ

ব্যক্তিগত জিনিস ভাগাভাগি না করা

নিরাপদ যৌন আচরণ

আক্রান্ত ব্যক্তির রক্ত বা অঙ্গ দান নিষিদ্ধ

নিয়ন্ত্রণের কৌশল

সবার জন্য টিকা ও পরীক্ষা সহজলভ্য করা

গর্ভকালীন পরীক্ষা বাধ্যতামূলক করা

নবজাতকের জন্মের ২৪ ঘণ্টার মধ্যে টিকা নিশ্চিত করা

স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ

ওষুধের দাম নাগালের মধ্যে আনা

কুসংস্কার ও বৈষম্য দূর করা

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সচেতনতা ছড়ানো

গ্রামাঞ্চলে বিশেষ উদ্যোগ প্রয়োজন

বাংলাদেশের ৬০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। অথচ গ্রামাঞ্চলে এখনো হেপাটাইটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা তেমন পৌঁছেনি।

৬২% গর্ভবতী নারী গ্রামে থাকলেও, অনেকেই প্রয়োজনীয় ভ্যাকসিন ও পরীক্ষা পান না।

কুসংস্কার ও তথ্যের অভাবে তাঁরা ঝুঁকিতে।

স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ জরুরি, যেন প্রত্যন্ত অঞ্চলেও সেবা পৌঁছে যায়।

২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের রোডম্যাপ

প্রতিটি নবজাতকের জন্য বার্থডোজ নিশ্চিত

সম্মিলিত সরকারি-বেসরকারি উদ্যোগ

পরীক্ষা, চিকিৎসা ও টিকা সহজলভ্য করা

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ সহায়তা

জাতীয় কর্মসূচি বাস্তবায়ন ও নজরদারি

হেপাটাইটিস প্রতিরোধযোগ্য রোগ। প্রয়োজন শুধু সময়মতো সচেতনতা, পরীক্ষা ও চিকিৎসা। আসুন, সব বাধা দূর করে গড়ি একটি হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ