দুইদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সিলেট শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় আসন্ন দুই দিন বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকবে। ট্রান্সফরমারের জরুরি সংস্কার কার্যক্রম, সংরক্ষণকাজ, বিদ্যুৎ লাইনের উন্নয়ন এবং বৈদ্যুতিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় গাছপালার ডালপালা কাটার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি।
শনিবার ১৩ ডিসেম্বর এবং রবিবার ১৪ ডিসেম্বর নির্দিষ্ট সময় ধরে শহরের বিভিন্ন ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার পরিকল্পনা প্রকাশ করেছে পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ ১ এবং ২। পৃথক বিজ্ঞপ্তিতে দুই বিভাগের নির্বাহী প্রকৌশলীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারকাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পাদন করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডার এবং ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া এবং রাজপাড়া এলাকায় সাময়িক বিদ্যুৎবিচ্ছিন্ন পরিস্থিতি দেখা দেবে।
অন্যদিকে, রবিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত লাক্কাতুড়া ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বিস্তৃত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা এলাকা, বাইশটিলা, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা, পাহাড়িকা, বড়বাজার, লাক্কাতুড়া বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগানসহ দীর্ঘ তালিকাভুক্ত এলাকাগুলো এই বিচ্ছিন্নতার আওতায় পড়বে।
এছাড়া লাক্কাতুড়া উপকেন্দ্রের বড়বাজার, বনশ্রী এবং বাদামবাগিচা ফিডারের আওতাধীন বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায়ও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উদয়ন, চৌকিদেখী, আনার মিয়ার গলি, বাঁশবাড়ি এলাকা, সিলসিলা গলি, মোল্লাপাড়া গলি ও আশপাশের অঞ্চলও সাময়িক অসুবিধায় পড়বে।
পিডিবি জানিয়েছে, পরিকল্পিত কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের ধৈর্য ও সহযোগিতা কামনা করা হয়েছে।
-শরিফুল
সকালে বের হওয়ার আগে জেনে নিন আজ রাজধানীতে কোথায় কী হচ্ছে
রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ মানুষকে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি রয়েছে তা জেনে নেওয়া জরুরি। শনিবার ১৩ ডিসেম্বর দিনের শুরুতেই দেখে নিন ঢাকার গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি আজ সকাল ১০টায় সামরিক জাদুঘরে জাতীয় উপকূল সম্মেলন ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এই সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
বিএনপির কর্মসূচি রাজনীতির মাঠে আজ অন্যতম বড় কর্মসূচি রয়েছে বিএনপির। সকাল ১০টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে দলটির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক বিশেষ সভা অনুষ্ঠিত হবে। এই সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা এবং কর্মীরা সেখানে উপস্থিত থাকবেন।
ডিসিসিআইয়ের কর্মসূচি দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ এক সেমিনার আয়োজন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ডিসিসিআই। বেলা ১১টায় মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে আস্থা বৃদ্ধি এবং মান নিয়ন্ত্রণে কৌশলগত কাঠামো নিশ্চিতকরণ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।
সপ্তাহের ছুটির দিন হলেও এসব কর্মসূচির কারণে সামরিক জাদুঘর সংলগ্ন এলাকা খামারবাড়ি ফার্মগেট এবং মতিঝিল এলাকায় যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে। তাই এই সড়কগুলো দিয়ে যাতায়াতকারীদের হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
ওসমান হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: ডক্টর ইউনূস
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাতের এই বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ পুলিশ সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে কঠোর বার্তা দেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা বলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা। এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সুপরিকল্পিত আঘাত এবং এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন এই ধরনের হামলার চেষ্টাকে আমরা যেকোনো মূল্যে ব্যর্থ করে দেবো। জাতির ওপর এই ধরনের অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাশত করা হবে না।
এই হামলার নেপথ্যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন ডক্টর ইউনূস। তিনি বলেন আমরা কোনো অবস্থাতেই এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেবো না। আঘাত যাই আসুক যত ঝড় তুফান আসুক কোনো শক্তিই আগামী নির্বাচনকে বানচাল করতে পারবে না। দেশের আপামর জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিত শক্তি দিয়ে জাতির জন্য একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় বিশেষ সহকারী সায়েদুর রহমান জানান ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন এবং তাঁর পরিবারের ইচ্ছায় ইতিমধ্যে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে নির্দেশ দেন যে করেই হোক দ্রুততম সময়ের মধ্যে হাদির ওপর হামলা ও হামলার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করতে হবে। তিনি দেশবাসীকে ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করতে আহ্বান জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয় ইতিমধ্যে হামলার স্থানের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সীমান্তে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার কারণে যারা সম্ভাব্য টার্গেটে পরিণত হয়ে থাকতে পারেন তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখার নির্দেশ দেন তিনি।
সভায় সিদ্ধান্ত হয় নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করতে আগামী কয়েকদিনের মধ্যে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও সম্ভাব্য যেসব স্থানে অপরাধীরা লুকিয়ে থাকতে পারে সেখানে অভিযান জোরদারের সিদ্ধান্ত হয় বৈঠকে। প্রধান উপদেষ্টা উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিগগিরই রাষ্ট্রের বিভিন্ন প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আলোচনা করবেন বলেও জানানো হয়।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান ঘটনার বিবরণ দিয়ে বলেন জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। তিনটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে বলে পুলিশ নিশ্চিত করেছে।
শুক্রবারে রাজধানীতে রাজনৈতিক কর্মসূচিতে ঠাসা, জেনে নিন তালিকা
রাজধানী ঢাকার রাজনৈতিক ও সামাজিক পরিসর আজ শুক্রবার নানা কর্মসূচিতে ব্যস্ত হয়ে উঠবে। প্রতিদিনের মতোই বিভিন্ন দল, সংগঠন ও সরকারি দপ্তরের উদ্যোগে দিনজুড়ে নানা অনুষ্ঠান, সভা ও জনকল্যাণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। দিনের শুরুতেই অনেক গুরুত্বপূর্ণ আয়োজনের ঘোষণা এসেছে, যা শহরের রাজনৈতিক সক্রিয়তা আরও বাড়িয়ে তুলবে।
জামায়াতে ইসলামী আজ সকালে তাদের সামাজিক উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করবে। সকাল সাড়ে ৮টায় ইব্রাহিমপুরের মনিপুর উচ্চ বিদ্যালয়ের শাখা প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দলের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
বিএনপি দিনের বিভিন্ন সময় জুড়ে দুটি গুরুত্বপূর্ণ আলোচনাসভা আয়োজন করেছে। সকাল ১০টায় খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল বক্তব্য দেবেন। একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বিএনপির আরেকটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এদিকে, কৃষি ও স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সকাল ১০টা ৩০ মিনিটে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘আলু উৎসব ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। দেশের কৃষি খাতের সমৃদ্ধি, উদ্ভাবন এবং আলুর বহুমুখী উৎপাদন নিয়ে এ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও রাজধানীতে তাদের সংগঠন পরিচিতির একটি উল্লেখযোগ্য আয়োজন রেখেছে। বিকাল সাড়ে ৫টায় গণস্বাস্থ্য নগর হাসপাতাল অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তরের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাজধানীর রাজনৈতিক অঙ্গনে আজকের কর্মব্যস্ততায় বিভিন্ন দলীয় অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনসম্পৃক্ততার নানা বার্তা স্পষ্ট হয়ে উঠবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
-রাফসান
কর্মবিরতির ঘোষণার পর মেট্রোরেল চলাচল নিয়ে নতুন বার্তা
মেট্রোরেলের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও তা প্রকাশের দাবিতে শুক্রবার ১২ ডিসেম্বর থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। তাদের এই কর্মসূচির কারণে রাজধানীর অন্যতম গণপরিবহন মেট্রোরেলের সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল এবং যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
তবে পরিস্থিতি বদলে যায় বৃহস্পতিবার রাতের দিকে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, মেট্রোরেলের নির্ধারিত সময়সূচি অপরিবর্তিত থাকবে এবং যাত্রীসেবা যথারীতি চলবে। ফলে শুক্রবার সকাল থেকেই রাজধানীর বাসিন্দারা স্বস্তির খবর পান।
ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা বার্তায় জানানো হয়, যাত্রীদের কোনো ধরনের বিভ্রান্তিতে না থেকে স্বাভাবিকভাবেই মেট্রোরেল ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। প্রতিষ্ঠানটি নিশ্চিত করে যে কর্মবিরতির ঘোষণার পরও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।
এর আগে বুধবারের বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়ে ছিলেন, তাদের দাবি পূরণ না হওয়ায় নির্দিষ্ট তারিখ থেকে তারা কর্মবিরতিতে থাকবে। এতে স্বল্প সময়ের মধ্যেই রাজধানীতে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
কিন্তু সর্বশেষ আপডেট অনুযায়ী, আলোচনার অগ্রগতি ও প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে মেট্রো সেবা বন্ধ না করে নিয়মিত সময়সূচি বজায় রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে সারাদেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মেট্রোরেলের কার্যক্রম নির্বিঘ্ন থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
-রফিক
ঢাকায় ভোরের হাওয়ায় আজ যেন নতুন বার্তা
রাজধানী ঢাকায় শীতের অনুভূতি আরও স্পষ্টভাবে বেড়ে গেছে। গত কয়েক দিনের তুলনায় আজ শুক্রবার সকালে ঠান্ডার মাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে এসেছে। ভোরের প্রথম ঘণ্টায় নগরীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা মৌসুমের স্বাভাবিক সময়ের তুলনায় বেশ কম। সকাল ৬টার পাঠে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৮৫ শতাংশ যা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে ঢাকাসহ পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আজ সারাদিনই পরিষ্কার থাকতে পারে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পুরো দিনজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে যা সকালের ঠান্ডাকে আরও শীতল করে তুলবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন নাও আসতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার সকালে হাঁটাহাঁটি করা মানুষদের শরীরে শীতের বাড়তি আমেজ স্পষ্ট ছিল এবং রাস্তার দোকানপাটেও শীতবস্ত্রের চাহিদা বেড়ে যেতে দেখা গেছে। মৌসুমের শুরুতেই এমন ঠান্ডা নামায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেও অনেকে মন্তব্য করেছেন।
-রফিক
তানোরে ৩২ ঘণ্টা পর উদ্ধার শিশুসাজিদ, কেমন আছে সে
রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে আটকে থাকা দুই বছরের শিশু সাজিদকে টানা ৩২ ঘণ্টার প্রাণপণ প্রচেষ্টার পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে উদ্ধার অভিযানের সফল সমাপ্তি ঘটে, যা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গোটা দেশের মানুষের মনে স্বস্তির স্রোত বইয়ে দেয়। শিশুটিকে উদ্ধার করার পর দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে, যেখানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।
বুধবার দুপুরে গভীর নলকূপের পরিত্যক্ত পাইপে পড়ে যাওয়ার পর মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কোয়েলহাট গ্রামে। শিশুটির মায়ের আর্তচিৎকারে গ্রামবাসী ছুটে এসে প্রথমে নিজেদের উদ্যোগে উদ্ধার চেষ্টা চালায়, কিন্তু নলকূপের গভীরতা ও জটিলতার কারণে ব্যর্থ হয়। পরবর্তীতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে উচ্চমানের সরঞ্জাম ব্যবহার করে অভিযান শুরু করে।
প্রথম ধাপে চার্জ ভিশন ক্যামেরা দিয়ে প্রায় ৩৫ ফুট গভীর পর্যন্ত নজরদারি চালানো হলেও শিশুর সুনির্দিষ্ট অবস্থান খুঁজে পাওয়া যায়নি। এরপর উদ্ধারকর্মীরা নলকূপের পাশেই ভারী যন্ত্রপাতি দিয়ে রাতভর বড় আকারের একটি খননকাজ চালান। সকালে সেই খননকৃত গর্ত থেকে নলকূপের দিকে আরেকটি সুড়ঙ্গ তৈরির চেষ্টা করা হলেও তাতেও শিশুটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে আবারও নলকূপে ক্যামেরা নামানো হলে শুধুই ধসেপড়া মাটির স্তর দেখা যায়, যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তোলে। শেষপর্যন্ত নতুন পরিকল্পনা অনুযায়ী আরেক দফা খনন করে শিশুটিকে সন্ধ্যার পর জীবিত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়দের ভাষ্যমতে, বছরখানেক আগে জমিতে সেচ দেওয়ার জন্য গভীর নলকূপটি স্থাপন করা হলেও পানি না ওঠায় মালিক সেটি বালু–মাটি দিয়ে ঢেকে রাখেন। সাম্প্রতিক বৃষ্টিপাতে মাটি সরে গিয়ে গর্তটি আবার উন্মুক্ত হয়ে যায়। শিশুটির মা রুনা খাতুন জানান, দুপুর ১টার দিকে দুই সন্তানের একজনকে কোলে এবং সাজিদের হাত ধরে মাঠের দিকে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে সাজিদের ‘মা’ ডাক শোনেন। মুহূর্তে বুঝতে পারেন, খড় দিয়ে ঢাকা সেই জায়গার নিচে একটি গভীর ফাঁক রয়েছে এবং সেখানেই পড়ে গেছে তার সন্তান।
পরিবারটি স্থানীয়ভাবে আর্থিকভাবে সীমিত। সাজিদের বাবা রাকিব গাজীপুরের একটি ঝুট কারখানায় কাজ করেন। তিন ভাইয়ের মধ্যে বড়জন সাদমান প্রাথমিক বিদ্যালয়ে পড়ে এবং ছোট ভাই সাব্বিরের বয়স মাত্র তিন মাস।
৩২ ঘণ্টার টানা উৎকণ্ঠা শেষে সাজিদকে জীবিত দেখতে পেরে স্থানীয়রা স্বস্তি ও আবেগে আপ্লুত হন। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
-শরিফুল
বিএনপির বড় কর্মসূচি আজ, সংক্ষিপ্ত তালিকা দেখুন
রাজধানীর সড়কে প্রতিদিনই কর্মসূচি ও জনসমাগমের কারণে ধীরগতির যান চলাচল দেখা যায়। তাই বাইরে বের হওয়ার আগে আজ বৃহস্পতিবার কোন এলাকায় কী কর্মসূচি রয়েছে তা জানা ভ্রমণকে অনেকটা সহজ করে দিতে পারে। দিনের শুরুতেই উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর তালিকা নিচে তুলে ধরা হলো।
বিএনপির কর্মসূচি
সকাল ১০টায় খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির আয়োজনে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠান উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভাপতিত্ব করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ ছাড়া সকাল ১১টায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিলে অংশ নেবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান বিচারপতির কর্মসূচি
আজ দুপুর আড়াইটায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বিচারাঙ্গনের জন্য দিনটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ডিএমপির প্রেস ব্রিফিং
মোহাম্মদপুরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত সন্দেহভাজনদের বিষয়ে আজ দুপুর ১১টা ৪৫ মিনিটে সংবাদ সম্মেলন করবে ঢাকা মহানগর পুলিশ। বিষয়টি তুলে ধরবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস. এন. মো. নজরুল ইসলাম।
রাজধানীতে এসব কর্মসূচি চলাকালে বিভিন্ন এলাকায় যানজটের সম্ভাবনা রয়েছে। তাই নাগরিকদের বিকল্প রুট বিবেচনা করে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে।
রাজশাহীতে নলকূপে আটকে পড়া শিশুকে বের করতে সুরঙ্গ খনন
রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে দীর্ঘ ১৮ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি। তীব্র শীত ও প্রতিকূল পরিবেশের মধ্যেও ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। নলকূপের পাশ ঘেঁষে প্রায় ৩০ ফুট গভীর গর্ত খোঁড়ার কাজ সম্পন্ন হয়েছে এবং বৃহস্পতিবার ভোর থেকে শিশুটির কাছে পৌঁছাতে সুরঙ্গ খননের কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
ঘটনাটি ঘটে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে, যখন শিশুটি খেলতে খেলতে পরিত্যক্ত নলকূপের সরু মুখ দিয়ে নিচে পড়ে যায়। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রথমে একটি স্কেভেটর দিয়ে খনন শুরু হলেও পরিস্থিতির জটিলতা বিবেচনায় আরও দুটি স্কেভেটর এনে রাতভর খোঁড়াখুঁড়ির কাজ চলে। তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট রাতভর সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শিশুটিকে বের করা সম্ভব হয়নি। সকাল গড়াতেই শত শত মানুষ ভিড় করে, যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীকে সাধারণ মানুষকে সরাতে হিমশিম খেতে হচ্ছে।
ফায়ার সার্ভিস বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফায় প্রায় ৩০ ফুট নিচে ক্যামেরা নামিয়ে শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা করেছে। কিন্তু নলকূপের উপরিভাগ থেকে মাটি ও খড় পড়ে যাওয়ায় ভেতরের অংশ অস্পষ্ট থাকায় শিশুটিকে দেখা যায়নি। যদিও ঘটনার শুরুতে দুপুরের দিকে শিশুটির কান্নার শব্দ শোনা গিয়েছিল, এরপর আর কোনো স্পষ্ট সংকেত পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, “উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। গর্ত তৈরির কাজ শেষ, এখন সুরঙ্গ বানিয়ে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।”
ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে এবং সবাই শিশুটি নিরাপদে ফিরে আসবে এই প্রত্যাশায় প্রহর গুনছেন।
-শরিফুল
পঞ্চগড়ে আরও নামতে পারে তাপমাত্রা:আবহাওয়া অফিস
উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার জেলার তাপমাত্রা নেমে এসেছে ৯.২ ডিগ্রি সেলসিয়াসে, যা গত পাঁচ দিনের ১০ ডিগ্রির কাছাকাছি অবস্থানের তুলনায় আরও শীতল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। সকালে হালকা কুয়াশা থাকলেও উত্তরের প্রবল ঠান্ডা বাতাস শীতকে আরও তীব্র করে তুলেছে। তবে সূর্য ওঠার পর দিনগত তাপমাত্রা কিছুটা বেড়ে ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে।
শীতের বাড়তি চাপ সবচেয়ে বেশি অনুভব করছেন নিম্ন–আয়ের শ্রমজীবী মানুষরা। বিশেষ করে নদী তীরবর্তী বালু–পাথর শ্রমিকরা ঠান্ডায় বেশি কষ্টে দিন কাটাচ্ছেন। যাদের পর্যাপ্ত শীতবস্ত্র নেই, তাদের রাতযাপন আরও কঠিন হয়ে পড়েছে। দিনে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আবার তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে, যা দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে মানুষের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ের ওপর বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তার ভাষায়, “হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে শীত বাড়ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকতে পারে।”
জেলায় শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে দুর্বল জনগোষ্ঠীর জন্য শীতবস্ত্র সহায়তা জরুরি হয়ে উঠেছে।
-রফিক
পাঠকের মতামত:
- মাধ্যমিক স্কুলে ভর্তি শুরুর সময়সূচি প্রকাশ
- টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: টিকিট এর মূল্য ও কেনার উপায়
- অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে কাঁপছে ভোটের মাঠ
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০টি অঙ্গরাজ্যের মামলা
- কারা ভোটে দাঁড়াতে পারবেন না, স্পষ্ট করল নির্বাচন কমিশন
- নির্বাচন ও প্রার্থীর নিরাপত্তা নিয়ে সরকারের কাছে মির্জা ফখরুলের জরুরি বার্তা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শনিবারের নামাজের সঠিক সময়সূচি
- ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলো আজ
- বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের সব খেলার সময়সূচি
- সকালে বের হওয়ার আগে জেনে নিন আজ রাজধানীতে কোথায় কী হচ্ছে
- ভারত থেকে আমদানির খবরেও কমছে না পেঁয়াজের ঝাঁজ
- পরাজয় নিশ্চিত জেনে বুদ্ধিজীবী হত্যা ও মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে পাকিস্তানি বাহিনী
- তিন আসনে লড়ার স্বপ্ন যাদের জন্য দুঃস্বপ্ন হতে পারে: জানাল ইসি
- ওসমান হাদির ওপর গুলি চালানো সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ
- ওসমান হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: ডক্টর ইউনূস
- ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
- টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: টিকিট বিক্রি শুরু, বাংলাদেশের ম্যাচ কবে
- এশিয়া কাপে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান যেদিন
- শীতে ত্বক শুষ্ক ও র্যাশ কেন হয়, জানুন সমাধান
- ২৩ ছক্কায় বিধ্বস্ত প্রতিপক্ষ, ঝড় তুললেন এডওয়ার্ডস
- তিনটির বেশি আসনে প্রার্থী হলে বাতিল হবে সব মনোনয়ন
- নির্ধারিত সূচিতে জবি ভর্তি পরীক্ষা, কাল ‘ই’ ইউনিট
- হাদির ওপর সশস্ত্র হামলায় মুখ খুললেন ডিএমপি কমিশনার
- শরিফ ওসমান হাদী হামলার প্রতিবাদে বিক্ষোভে নামছে বিএনপি
- শরিফ হাদীর ওপর হামলায় তীব্র প্রতিক্রিয়া তারেক রহমানের
- চিকিৎসক জানাল ওসমান হাদীর বর্তমান অবস্থা
- ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ
- যে আসনের প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ
- শীতে গলা ব্যথা সারাতে কোন পানীয় সবচেয়ে উপকারী
- শীতে ত্বক ফাটা বন্ধ করতে ঘরোয়া সহজ উপায়
- আগামী কয়েক দিন কেমন থাকবে দেশের আবহাওয়া
- শেয়ারবাজারের সাপ্তাহিক পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ডলার–ইউরোসহ বিদেশি মুদ্রার নতুন দর প্রকাশ
- কত দামে মিলবে ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণ? দেখুন দাম
- বিএনপি ধর্মের নামে বিভাজন চায় না: সালাহউদ্দিন
- শীতকালে সাইনাস বাড়লে ঘরে কী করবেন
- শুক্রবারে রাজধানীতে রাজনৈতিক কর্মসূচিতে ঠাসা, জেনে নিন তালিকা
- ভারতের ওপর আবারও ৫০ শতাংশ আমদানি শুল্ক
- শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ হল
- স্টার্কের রেকর্ডে অনুপ্রেরণা পেলেন শাহীন আফ্রিদি
- দক্ষিণ আফ্রিকার দাপটে ভারতের বড় হার চণ্ডীগড়ে
- দুইদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- আজকের নামাজের সব সময়সূচি এক নজরে
- কর্মবিরতির ঘোষণার পর মেট্রোরেল চলাচল নিয়ে নতুন বার্তা
- ঢাকায় ভোরের হাওয়ায় আজ যেন নতুন বার্তা
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ শুরু, একটি আসনের জন্য লড়াই যতজনের
- শুক্রবার সূরা কাহাফ পড়লে যে সওয়াব লাভ হয়
- মুমিনের জন্য কুরআনের ৪ স্থায়ী আমল
- লটারিতে নির্বাচিতদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে যেদিন থেকে
- তানোরে ৩২ ঘণ্টা পর উদ্ধার শিশুসাজিদ, কেমন আছে সে
- যেভাবে জানা যাবে স্কুল ভর্তি লটারির ফল
- দুইদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- স্কুলভর্তির ডিজিটাল লটারি শুরু, ফল প্রকাশের সময় জানা গেল
- রাজশাহীতে নলকূপে আটকে পড়া শিশুকে বের করতে সুরঙ্গ খনন
- দেশে ফেরা নিয়ে যা জানালেন সাকিব আল হাসান
- চিকিৎসক জানাল ওসমান হাদীর বর্তমান অবস্থা
- আজকের রাশিফল: ৭ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- প্রবৃদ্ধির সুফল গরিবের ঘরে পৌঁছাচ্ছে না বরং ধনীরা আরও ধনী হচ্ছে
- তানোরে ৩২ ঘণ্টা পর উদ্ধার শিশুসাজিদ, কেমন আছে সে
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ শুরু, একটি আসনের জন্য লড়াই যতজনের
- ব্যবসায়ীদের দাবির মুখে সরকারের নতি স্বীকার, বাড়ল ভোজ্যতেলের দাম
- সপ্তাহের শুরুতে স্বর্ণের বাজার দর ও বিস্তারিত মূল্য তালিকা
- আজকের রাশিফল: ৬ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- শীতে ত্বক শুষ্ক ও র্যাশ কেন হয়, জানুন সমাধান
- ৭ ডিসেম্বর ডিএসই টপ গেইনার তালিকা প্রকাশ








