প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ: আসিফ নজরুল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ২০:৩৪:৫১
প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণে উদ্যোগ, আন্দোলনকারীদের মুক্তির বিষয়েও অগ্রগতি

প্রবাসীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’-এর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, “গত বছরের জুলাই আন্দোলনে প্রবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে অংশ নিয়েছেন। সরকারের ইচ্ছা রয়েছে তাদের জন্য কিছু করে যাওয়ার। এর অংশ হিসেবেই প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন বাংলাদেশি প্রবাসীরা। ২০ জুলাই সন্ধ্যায় দুবাই, শারজাহ ও আজমানে বিক্ষোভ চলাকালে আমিরাত পুলিশ ৫৭ বাংলাদেশিকে আটক করে। পরে আদালত তিনজনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেন।

এ ঘটনার পর আমিরাত সরকার বাংলাদেশিদের জন্য নতুন ভিসা সুবিধা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। এরপর বিষয়টি আন্তর্জাতিক পরিসরে আলোচিত হয়।

গত বছর ১১ আগস্ট পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আমিরাতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রবাসীদের মুক্তির বিষয়ে আলোচনা করেছেন। পরদিন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ মিযানুর রহমান জানান, সরকার ওই ৫৭ প্রবাসীর মুক্তির লক্ষ্যে আইনজীবী নিয়োগের পরিকল্পনা করছে।

পরে সুখবর আসে বাংলাদেশিদের জন্য। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ওই ৫৭ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা প্রদান করেছেন। শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

এদিকে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে প্রবাসী আয়ের ধারা অনেকটাই ইতিবাচক। চলতি অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত প্রবাসীরা ৩০ হাজার ২২৫ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮০ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে এ আয় ছিল ২৩ হাজার ৯১২ মিলিয়ন ডলার।

এই রেমিটেন্স বৃদ্ধিকে দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি প্রবাসীদের শ্রদ্ধা ও ভালোবাসা হিসেবে দেখা হচ্ছে। রেমিট্যান্স প্রাপ্তির দিক থেকে ২০২৪ সালে বাংলাদেশ বিশ্বে সপ্তম অবস্থানে ছিল।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ