বিবিধ

জামালপুরে প্রথম বিড়াল প্রদর্শনী, রাজকীয় সাজে মুগ্ধতা

২০২৫ আগস্ট ০২ ২১:১৭:৩৭
জামালপুরে প্রথম বিড়াল প্রদর্শনী, রাজকীয় সাজে মুগ্ধতা
জামালপুর শহরের নিউ কলেজ রোড এলাকায় শনিবার আয়োজন করা হয় বিড়াল প্রদর্শনীর। ছবি : কালের কণ্ঠ

জামালপুরে প্রথমবারের মতো আয়োজিত হলো ব্যতিক্রমধর্মী বিড়াল প্রদর্শনী

জামালপুরে প্রথমবারের মতো আয়োজন করা হলো ব্যতিক্রমী এক বিড়াল প্রদর্শনীর, যেখানে রাজকীয় ভঙ্গিমায় সজ্জিত ছিল অর্ধশতাধিক দেশি ও বিদেশি জাতের বিড়াল। সাদা, ধূসর, কালো কিংবা বিভিন্ন রঙের লোমে ঢাকা ছোট প্রাণীগুলোর চোখেমুখে ছিল কৌতূহল, আচরণে রাজকীয়তা। প্রাণীপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ জাগায় এ আয়োজন।

শনিবার (২ আগস্ট) সকালে শহরের নিউ কলেজ রোড এলাকায় অনুষ্ঠিত হয় এ প্রদর্শনী। নানা জাতের বিড়ালের উপস্থিতি প্রদর্শনীটিকে পরিণত করে প্রাণীপ্রেমীদের মিলনমেলায়। কেউ এসেছেন নিজের আদরের বিড়াল নিয়ে, কেউবা এসেছেন শুধুই দর্শনার্থী হিসেবে। কারো চোখ নীল, কারো লোমে বিচিত্র দাগ, কেউ নিছকই দুষ্টুমি করে দর্শকদের আনন্দ দিচ্ছিল।

আয়োজনস্থলে ছিল রঙিন ব্যানার, ক্যাট ফুডের স্টল এবং বিড়ালের স্বাস্থ্য ও পরিচর্যা বিষয়ে সচেতনতামূলক পোস্টার। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী বিড়ালদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়, যা প্রদর্শনীর মানবিক দিকটিও তুলে ধরে।

আয়োজক ডা. নাজমুন নাহার জানান, অনেক সময় বিড়ালকে সমাজে নেতিবাচক দৃষ্টিতে দেখা হয়। এই মনোভাব বদলাতে ও মানুষকে সচেতন করতেই এ প্রদর্শনীর আয়োজন। তিনি বলেন, “আমরা চাই বিড়াল যেন সঠিকভাবে লালন-পালন পায়। সে বিষয়ে দিকনির্দেশনাও দিচ্ছি এবং ভবিষ্যতেও এমন আয়োজন চালিয়ে যেতে চাই।”

আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী শাকিলা জান্নাত বলেন, “আমরা হঠাৎ করেই এখানে এসে এমন আয়োজন দেখতে পেলাম। ভাবিনি জামালপুরে এমন কিছু হবে। খুব ভালো লেগেছে।”

প্রদর্শনীতে জান্নাতুল ফেরদৌস নামের একজন অংশগ্রহণকারী বলেন, “আমি আমার বিড়ালকে সঙ্গে এনেছিলাম এবং তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগে ভেবেছিলাম বিড়াল বাইরে অশান্ত হবে, কিন্তু এখানে এসে খুব শান্ত ছিল।”

এমন আয়োজন প্রাণীপ্রেমী মানুষের জন্য যেমন আনন্দের, তেমনি সমাজে ইতিবাচক বার্তা ছড়ায় প্রাণীদের প্রতি দায়িত্বশীল আচরণের গুরুত্ব সম্পর্কে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ