‘নির্বাচনের আগে সংস্কার না হলে আন্দোলন চলবে’—সাবধান করলেন নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১৮:৪৫:০৭
‘নির্বাচনের আগে সংস্কার না হলে আন্দোলন চলবে’—সাবধান করলেন নাহিদ ইসলাম
জামালপুর ফৌজদারি মোড়ের পথসভায় বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় দেশে গণঅভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়েছিল—এই দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই অভ্যুত্থান না হলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো নির্বাচন হতো না। বিরোধী দলগুলোকে আরও চার বছর অপেক্ষা করতে হতো।

সোমবার (২৮ জুলাই) জামালপুর শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। সভার আগে এনসিপির নেতাকর্মীরা তমালতলা থেকে পদযাত্রা করে সভাস্থলে আসেন।

নাহিদ ইসলাম বলেন, “সরকারবিরোধী অবস্থান থেকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে—আমরা নাকি নির্বাচন চাই না। অথচ আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। তবে সেটি হতে হলে আগে প্রয়োজন মৌলিক রাজনৈতিক সংস্কার ও বিচার ব্যবস্থার নিশ্চয়তা।”

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় তারা সংসদের জন্য একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছেন, যেখানে সব দল ভোটের অনুপাতে প্রতিনিধি পাঠাতে পারবে। যদিও এই প্রস্তাবে এখনো সবাই একমত নন, তবে তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত সংশ্লিষ্টরা এতে সম্মত হবেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। নির্বাচন কমিশন যেন নিরপেক্ষভাবে কাজ করে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা কেবল ক্ষমতার পরিবর্তন চাই না, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই আন্দোলন করছি।”

৫ আগস্ট ‘বিচার দিবস’ হিসেবে পালনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “৩ আগস্ট ঢাকায় আমরা একত্রিত হবো। তার আগেই আমরা ‘জুলাই সনদ’ ঘোষণার আশা করছি।”

সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মহাসচিব ডা. তাসনিম জারা। তিনি বলেন, “রাজনৈতিক সংস্কারের পথে কেউ বাধা দিলে জনগণ তা মনে রাখবে। শুধুমাত্র নির্বাচন নয়, রাষ্ট্রের কাঠামোতেই পরিবর্তন চাই আমরা।”

তিনি জামালপুর মেডিকেল কলেজের সমস্যার উদাহরণ টেনে বলেন, “কলেজ থাকলেও শিক্ষার্থীদের পড়াশোনার উপযোগী পরিবেশ নেই। এভাবে শুধু প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ালে জনগণের উপকার হবে না।”

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব বলেন, “বর্তমান সরকার জনগণের অধিকার হরণ করেছে। সবাই মিলে সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী ও শামান্তা শারমিন। সময়ের অভাবে তাঁরা বক্তব্য দেননি। স্থানীয় নেতারাও সভায় অংশ নেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ