জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ১৮:৩০:৫৯
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে সার্জারিটি সম্পাদিত হয়। চিকিৎসা-পরবর্তী পর্যবেক্ষণে থাকা জামায়াত আমির বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সকাল সাড়ে ৭টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে এই জটিল অস্ত্রোপচার। দুপুর সাড়ে ১২টার দিকে অপারেশন সফলভাবে শেষ হয়। তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘সার্জারি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে জামায়াত আমির এখন ভালো আছেন।’

মেডিকেল টিমের সদস্য ডা. খলিদুজ্জামান জানান, ‘অপারেশন সফল হয়েছে। বর্তমানে তাকে পোস্ট অপারেটিভ ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কয়েকদিন পর্যবেক্ষণের পর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা জানানো হবে।’

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ করে দু’বার ঢলে পড়েন ডা. শফিকুর রহমান। পরে বসে বসেই তিনি বক্তৃতা শেষ করেন। সমাবেশের পর কয়েকদিন বিশ্রামে থেকে তিনি রংপুর, খুলনা ও মৌলভীবাজারের দলীয় কর্মসূচিতে অংশ নেন। এতে শারীরিক অবস্থা আরও অবনতির দিকে গেলে গত বুধবার তিনি পুনরায় হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদপিণ্ডে একাধিক ব্লক ধরা পড়ে, যার প্রেক্ষিতে এই জরুরি অস্ত্রোপচার করা হয়।

দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় দেশজুড়ে দলের নেতাকর্মী ও অনুসারীরা দোয়া ও প্রার্থনায় অংশ নিচ্ছেন। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বিবৃতিতে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ