ভাইরাল ভিডিও নিয়ে ক্ষোভে ফুঁসছেন এডলফ খান!

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১৬:১৬:৪২
ভাইরাল ভিডিও নিয়ে ক্ষোভে ফুঁসছেন এডলফ খান!
ফ্যাশন ও মডেলিং কোরিওগ্রাফার এডলফ খান। ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয় ফ্যাশন ও মডেল কোরিওগ্রাফার এডলফ খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও ভিডিও ঘিরে চলমান ‘ভাইরাল’ পরিস্থিতি নিয়ে বিরক্তি ও হতাশা প্রকাশ করেছেন। ২৮ জুলাই সোমবার ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বলেন, ‘আমার ছবি ভিডিও দিয়ে নেট দুনিয়া সয়লাব!’ তিনি জানান, বিভিন্ন ভিডিওতে তার ছবি ও ভিডিও ব্যবহার করে বাস্তবতাবর্জিত, মনগড়া ও অতিরঞ্জিত শিরোনাম দেওয়া হচ্ছে, যা তাকে বিব্রত করছে।

ফেসবুক পোস্টে এডলফ খান বলেন, "ভাইরে ভাই, আমাকেই পাইলেন আপনারা! ভালো-মন্দ বাস্তব-অবাস্তব সব ক্যাপশন দিয়ে লক্ষ লক্ষ ভিডিও বানাচ্ছে!" তিনি আরও লেখেন, “পাইলাম STYLISH FASHION DIRECTOR AWARD, বানিয়ে দিলেন দেশের এক নম্বর সুদর্শন! কেন রে ভাই, সত্যিটাই লিখতেন!”

এডলফ তার মানসিক ও পারিবারিক সংকটের কথাও তুলে ধরেন। জানান, তার বাবা হাসপাতালে ভর্তি, তিনি নিজেও মানসিকভাবে বিপর্যস্ত। নিয়মিত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের যত্ন নেওয়ার সুযোগও পাচ্ছেন না। সেই প্রেক্ষাপটে তিনি আক্ষেপ করে লেখেন, “আমি আমার ছবি ভিডিও আর কী দিব, আপনারাই আপলোড দেন, দিয়ে সুখী থাকুন।”

তিনি অভিযোগ করেন, এই ধরনের ভিডিও ও পোস্টগুলোতে মূলত ভাইরাল ও ভিউয়ের বাণিজ্যের লক্ষ্যেই তাকে ব্যবহার করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, “ভাইরাল আর ভিউয়ের বাণিজ্যে আপনারা আমাকে বন্দুকের গুলির মুখে রেখে ভালোই ডলার কামাচ্ছেন, তো মাঝে মাঝে আমাকেও দিয়েন কিছু! না দিলেও অন্তত কৃতজ্ঞতা দিয়েন!”

নিজের নামে বানানো বিভিন্ন ভিত্তিহীন পরিচিতি ও কল্পিত পুরস্কার নিয়ে বিরক্তি জানিয়ে এডলফ বলেন, “জামার দাম থেকে শুরু করে, লাখো মেয়ের ক্রাশ, শাহরুখের সাথে তুলনা হয়ে, এখন দেশের এক নম্বর সুদর্শন হিসেবে পুরস্কার প্রাপ্তি—সব বানানো! আমি কখনো এসব তথ্য কোথাও বলেছি বা ইন্টারভিউ দিয়েছি?”

তার পোস্টের শেষদিকে তিনি উল্লেখ করেন, “ভালোবাসার বহিঃপ্রকাশ আরও বাস্তবিক, সত্য এবং সুন্দর হতে পারে! সত্যি কিছু বলার ভাষা নাই!” এই পোস্টের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ সহানুভূতি প্রকাশ করছেন, কেউ আবার তার প্রতি সমর্থন জানাচ্ছেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ