যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ৩৯ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ০৯:৪৭:৩৮
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ৩৯ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের দায়ে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে ইমিগ্রেশন পুলিশ।

এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যবহৃত একটি ফ্লাইটে মোট ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে বলে পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৯ জন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় থেকেই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার হয়। সেই ধারাবাহিকতায় এখনো নিয়মিতভাবে বিভিন্ন দেশের নাগরিকদের দেশে পাঠানো হচ্ছে। বাংলাদেশি নাগরিকদেরও মাসে মাসে এভাবে দেশে ফিরতে হচ্ছে।

ফেরত আসা ব্যক্তিরা কীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, তাদের অভিবাসন প্রক্রিয়ায় কী ধরনের জটিলতা ছিল, কিংবা কোনো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ