জামায়াত

জামায়াত আমিরের হৃদযন্ত্রে আজ ওপেন হার্ট সার্জারি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ০৯:২৪:০৩
জামায়াত আমিরের হৃদযন্ত্রে আজ ওপেন হার্ট সার্জারি
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে অস্ত্রোপচার (ওপেন হার্ট সার্জারি) আজ শনিবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। হাসপাতালের মেডিক্যাল বোর্ডের পরীক্ষায় তার হৃদযন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকেরা অস্ত্রোপচারই নিরাপদ পন্থা হিসেবে বিবেচনা করেছেন।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, বর্তমানে ডা. শফিকুর রহমান ইউনাইটেড হাসপাতালের সার্জন অধ্যাপক জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তার নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড সার্জারির প্রস্তুতি নিচ্ছে।

ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা ও বিশ্রামের স্বার্থে তার মোবাইল ফোন ব্যবহারে সীমাবদ্ধতা আনা হয়েছে। একই সঙ্গে তিনি নিজে সাক্ষাৎপ্রার্থীদের হাসপাতালে না যেতে অনুরোধ জানিয়েছেন।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য রাখার সময় দু’বার অসুস্থ হয়ে পড়ে যান দলপ্রধান। পরে বসে বসে তিনি বক্তব্য দেন। ওই ঘটনার পর তিনি দুই দিন বিশ্রাম নিয়ে রংপুর, খুলনা ও মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবার অসুস্থ হয়ে পড়লে গত বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার হৃদপিণ্ডে একাধিক ব্লক শনাক্ত করা হয়।

জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দলের পক্ষ থেকে সবার কাছে আমিরের দ্রুত সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানিয়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ