গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ১১ ইউনিট কাজ করছে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ১০:৫২:৫২
গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ১১ ইউনিট কাজ করছে
ছবি: সংগৃহীত

ঢাকার গুলিস্তানের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে ভবনের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা আক্তার জানিয়েছেন, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট পাঠানো হয়। বর্তমানে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুনের উৎস বা কীভাবে এটি শুরু হয়েছে, সে বিষয়ে কিছু জানানো সম্ভব হয়নি। একইসঙ্গে, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা যায়নি।

আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রয়েছে এবং নিরাপত্তা বিবেচনায় মার্কেটের আশপাশের এলাকা ফাঁকা করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ