মাইলস্টোন দুর্ঘটনা

 তিন সপ্তাহ পর সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে মাইলস্টোন কলেজের

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ২১:৫৪:৫০
 তিন সপ্তাহ পর সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে মাইলস্টোন কলেজের
ছবি: সংগৃহীত

বিমান দুর্ঘটনায় ভয়াবহ প্রাণহানির তিন সপ্তাহ পর সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। রোববার (৩ আগস্ট) নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আংশিকভাবে ক্যাম্পাস খোলা হলেও এদিন কোনো আনুষ্ঠানিক ক্লাস অনুষ্ঠিত হবে না।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান কলেজটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, “শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও স্বাভাবিক জীবনে ফেরার জন্যই এই ব্যবস্থা। আমরা সীমিত পরিসরে ক্যাম্পাস খুলছি। শুরুতে এক বা দুটি ক্লাস হতে পারে, তবে মূলত স্মরণসভা ও কাউন্সেলিং-ই হবে মূল উদ্দেশ্য।”

তিনি জানান, “শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের পাশে রয়েছেন বিশেষজ্ঞ কাউন্সেলররাও। এ ছাড়া, বিমানবাহিনীর পক্ষ থেকে একটি চিকিৎসা ক্যাম্পও স্থাপন করা হয়েছে ক্যাম্পাসে, যেখানে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক স্বাস্থ্যপরামর্শ পাচ্ছে।”

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের ভবনে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। মর্মান্তিক ওই দুর্ঘটনায় শিক্ষার্থীসহ অন্তত ২০ জন প্রাণ হারান, যাদের বেশিরভাগই শিশু। পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৪ জনে।

ঘটনার পরের দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ছুটির পর এবার সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ