নিষিদ্ধ দল আওয়ামী লীগের কোনো অপকর্ম সহ্য করা হবে না:  স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ১২:৫১:৩৫
নিষিদ্ধ দল আওয়ামী লীগের কোনো অপকর্ম সহ্য করা হবে না:  স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তারা যদি কোনো অপকর্মে জড়ায়, তবে কাউকে ছাড় দেওয়া হবে না—সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তারা যদি কোনো অপরাধমূলক কাজ করতে চায়, তাহলে তারা কেউ রেহাই পাবে না। আইনের আওতায় সবাইকে আনা হবে।”

৫ আগস্ট সামনে রেখে দেশে কোনো ধরনের শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আল্লাহ চাইলে কোনো শঙ্কা নাই। আপনারা যেভাবে সহযোগিতা করছেন, তাতে চিন্তার কিছু নেই।”

আওয়ামী লীগের গোপন কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “তাদের অনেক কার্যক্রম এখনও গোপনে চালানো হচ্ছে। এমনকি সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তার সম্পৃক্ততার তথ্যও আমাদের হাতে এসেছে। তদন্ত চলছে, যেই জড়িত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে।”

গোপন প্রশিক্ষণের বিষয়েও মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা এখনো তদন্তাধীন। তদন্তেই সব বেরিয়ে আসবে।”

তিনি সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা সত্য সংবাদ পরিবেশন করেন। এতে দেশের মানুষ সঠিক তথ্য পায়, এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক হয়।”

তিনি আরও বলেন, “গণমাধ্যম সত্য প্রচার করছে বলেই আন্তর্জাতিক মিডিয়াগুলোর আগ্রাসী ভুমিকা অনেকটা কমে এসেছে। এখন তারা আগের মতো সক্রিয় নয়। এটা বাংলাদেশের জন্য ইতিবাচক দিক।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ