মধ্যপ্রাচ্য

ইসরায়েলি সেনাপ্রধানের কঠোর বার্তা: বন্দী মুক্তি না দিলে যুদ্ধ থামবে না!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ২২:১১:৪২
ইসরায়েলি সেনাপ্রধানের কঠোর বার্তা: বন্দী মুক্তি না দিলে যুদ্ধ থামবে না!
ইসরায়েলি সেনা। পুরোনো ছবি

ইসরায়েলি সেনাবাহিনী স্পষ্ট করেছে, গাজায় বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। শনিবার (২ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাসের হাতে বন্দী ৪৯ জনের মধ্যে মাত্র ২২ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। সেনাপ্রধান ইয়াল জামির বলেন, বন্দীদের মুক্তি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে যুদ্ধ চলতেই থাকবে।

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, বেইত হানুনে হামাসের কিছু সদস্য আত্মসমর্পণ করেছে। তিনি একটি ভিডিও শেয়ার করে দেখিয়েছেন, যেখানে ধ্বংসস্তূপের মধ্য থেকে তিনজন অস্ত্রবিহীন পুরুষ বের হয়ে হাঁটু গেড়ে বসে হাত উঁচু করছে। এই ভিডিওর মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তারা সুড়ঙ্গ থেকে ধ্বংসপ্রাপ্ত এলাকায় বেরিয়ে আসছে, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনী মাটির উপরে ও নিচে লক্ষ্যবস্তু ধ্বংস করছে।

শনিবার ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন জায়গায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। একই দিনে ত্রাণকেন্দ্রসহ বিভিন্ন স্থানে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও সারা দিনের মৃত্যুর হিসাব সমন্বয় করতে পারছে না, তাই মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ