চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব

স্বাস্থ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৩ ১৩:১৭:৪৬
চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব

সত্য নিউজ: দেশের স্বাস্থ্যসেবা খাতে কর্মরত চিকিৎসক ও সার্জনদের জন্য বেতন বৃদ্ধির প্রস্তাব পেশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। একইসঙ্গে, সাত হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৩ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা তাঁর বক্তব্যে গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বলতাকে বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, “গ্রামের দিকে ভালো ডাক্তার নেই। সেবার মান নিশ্চিত করতে প্রয়োজন হলে চিকিৎসকদের সেখানেই যেতে হবে।” এ বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

চক্ষু চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাদের আরও দায়িত্ববান হতে হবে।” পাশাপাশি চিকিৎসকদের সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্যসেবার দীর্ঘস্থায়ী সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন সম্প্রতি একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছে। ৫ মে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

প্রতিবেদন গ্রহণ করে ড. ইউনূস বলেন, “স্বাস্থ্য খাতের সমস্যাগুলো বহুদিনের। সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব।” তিনি আরও জানান, “যেসব সুপারিশ দ্রুত বাস্তবায়নযোগ্য, সেগুলোর উপর এখনই সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে।”

সরকারের উচ্চপর্যায়ের এ সকল বক্তব্য থেকে স্পষ্ট, স্বাস্থ্যসেবা খাতে একটি ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। চিকিৎসকদের কর্মপরিবেশ উন্নয়ন, দক্ষতা অনুযায়ী মূল্যায়ন, এবং জনস্বাস্থ্যসেবায় দায়িত্বশীলতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত

close button