চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব

সত্য নিউজ: দেশের স্বাস্থ্যসেবা খাতে কর্মরত চিকিৎসক ও সার্জনদের জন্য বেতন বৃদ্ধির প্রস্তাব পেশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। একইসঙ্গে, সাত হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৩ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা তাঁর বক্তব্যে গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বলতাকে বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, “গ্রামের দিকে ভালো ডাক্তার নেই। সেবার মান নিশ্চিত করতে প্রয়োজন হলে চিকিৎসকদের সেখানেই যেতে হবে।” এ বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
চক্ষু চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাদের আরও দায়িত্ববান হতে হবে।” পাশাপাশি চিকিৎসকদের সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
স্বাস্থ্যসেবার দীর্ঘস্থায়ী সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন সম্প্রতি একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছে। ৫ মে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ প্রতিবেদন জমা দেওয়া হয়।
প্রতিবেদন গ্রহণ করে ড. ইউনূস বলেন, “স্বাস্থ্য খাতের সমস্যাগুলো বহুদিনের। সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব।” তিনি আরও জানান, “যেসব সুপারিশ দ্রুত বাস্তবায়নযোগ্য, সেগুলোর উপর এখনই সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে।”
সরকারের উচ্চপর্যায়ের এ সকল বক্তব্য থেকে স্পষ্ট, স্বাস্থ্যসেবা খাতে একটি ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। চিকিৎসকদের কর্মপরিবেশ উন্নয়ন, দক্ষতা অনুযায়ী মূল্যায়ন, এবং জনস্বাস্থ্যসেবায় দায়িত্বশীলতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার!
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- রেলওয়ের আয় ১ টাকা, খরচ ২.৫!নৈপথ্যে কারন?
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- শেয়ার বাজারে স্বরণকালের বড় ধ্বসঃ নেপথ্যে কি?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব