ছাত্রদলের মহাসমাবেশে উত্তাল শাহবাগ: জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ১১:১৭:৪৭
ছাত্রদলের মহাসমাবেশে উত্তাল শাহবাগ: জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি
ছবিঃ সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগে আজ (রোববার) এক বিশাল সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশ ঘিরে সকাল থেকেই ঢাকা শহরের কেন্দ্রস্থল শাহবাগে জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ আন্দোলনে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছে সংগঠনটি।

সকাল ৭টার মধ্যেই সমাবেশস্থলে উপস্থিত হন নওগাঁ জেলা ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী। তাদের নেতৃত্বে ছিলেন জেলার সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশা। রাতেই বাসযোগে রওনা দিয়ে ভোরে শাহবাগে পৌঁছানোর পর সকালের নাশতা সেরে তারা সমাবেশে সক্রিয়ভাবে অংশ নেন।

জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব জানান, তারা সকাল থেকেই শাহবাগে অবস্থান করছেন এবং সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত সুশৃঙ্খলভাবে উপস্থিত থাকবেন। তাঁর ভাষায়, “ছাত্রদলের প্রতিটি কর্মী শান্তিপূর্ণভাবে এবং দলীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচিতে অংশ নিচ্ছে।”

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বায়জিদ নসির বলেন, “আজ শাহবাগে দেশব্যাপী ছাত্রদল নেতাকর্মীদের মিলনমেলা ঘটেছে। আমরা কেন্দ্রীয় নির্দেশনার আলোকে শান্তিপূর্ণ অবস্থান ও দাবি-উপস্থাপন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সমাবেশ আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক।”

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরা প্রায় এক হাজার সদস্যের বিশাল বহর নিয়ে শাহবাগে অংশ নেন। তাদের নেতৃত্বে ছিলেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফোজায়েল চৌধুরী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান জানি মেজবাহ। সকালে সমাবেশস্থলে পৌঁছে তারা নিজেদের নেতাকর্মীদের নাশতা ও বিশ্রামের ব্যবস্থা করেন।

রাফসান জানি মেজবাহ বলেন, “আমরা ভোরেই এখানে উপস্থিত হয়েছি এবং সম্পূর্ণ সমাবেশকাল জুড়েই আমরা আমাদের কর্মীদের সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করছি। আমরা সতর্ক রয়েছি যাতে কোনো অপশক্তি এই শান্তিপূর্ণ পরিবেশকে বিশৃঙ্খল করতে না পারে।”

ছাত্রদল নেতাদের মতে, এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজের প্রতিজ্ঞার বহিঃপ্রকাশ। তারা বলছেন, ২০২৩ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিকে সামনে রেখে এবারের আয়োজন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার পথে ছাত্রদলের অঙ্গীকারের প্রতীক।

তাদের দাবি, সরকারের কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে ছাত্রসমাজের প্রতিরোধের অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ সফল করতে কেন্দ্র ও স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ