আজকের শেয়ারবাজার

যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর খবরে শেয়ারবাজারে প্রবল উত্থান

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ১১:২৭:৫৬
যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর খবরে শেয়ারবাজারে প্রবল উত্থান

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার খবর দেশের শেয়ারবাজারে তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব ফেলেছে। ২০২৫ সালের ৩ আগস্ট, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তে প্রবল উত্থান লক্ষ্য করা গেছে। বিশেষ করে বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ারে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, যার ফলে এই খাত ডিএসইতে সূচক বৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।

প্রথম ঘণ্টার লেনদেনেই ডিএসইতে তালিকাভুক্ত ৫৮টি বস্ত্র খাতের কোম্পানির মধ্যে ৫৫টির শেয়ারদর ঊর্ধ্বমুখী হয়, যা বিনিয়োগকারীদের প্রবল আস্থার প্রতিফলন। প্রথম ঘণ্টাতেই সূচকে প্রায় ১০০ পয়েন্টের লাফ এবং ৪০০ কোটি টাকার বেশি লেনদেন প্রমাণ করে বাজারে পুনর্জাগরণ ঘটেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স (DSEX) এই সময়ে ৯৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বৃদ্ধি পায়।

শুধু রাজধানী ঢাকার শেয়ারবাজারই নয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দেখা গেছে একই রকম ইতিবাচক প্রবণতা। সেখানে সার্বিক সূচক CASPI ২১৮ পয়েন্ট বেড়ে যায় এবং মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৪৮ লাখ টাকায়। সিএসইতে অংশগ্রহণকারী ৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের ঘোষণাটি বাংলাদেশের রপ্তানিনির্ভর অর্থনীতির জন্য বড় একটি স্বস্তির বার্তা। এটি তৈরি পোশাক খাতসহ অন্যান্য রপ্তানিমুখী শিল্পে প্রত্যক্ষ সুবিধা এনে দেবে। এর ফলে কোম্পানিগুলোর আয় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা শেয়ারমূল্যে প্রতিফলিত হচ্ছে। দীর্ঘদিন ধরে স্থবির থাকা বাজারে এমন এক ইতিবাচক মৌলিক পরিবর্তন বিনিয়োগকারীদের মনোভাব বদলে দিতে পারে।

এই ধারা অব্যাহত থাকলে, শুধু বস্ত্র বা রপ্তানিনির্ভর কোম্পানিই নয়, বরং সংশ্লিষ্ট অন্যান্য খাত—ব্যাংক, বীমা, প্যাকেজিং, পোর্ট এবং সরবরাহ চেইনভিত্তিক শিল্প—তেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যেতে পারে। বিনিয়োগকারীরা যদি সরকারের কূটনৈতিক ও বাণিজ্যিক সাফল্য এবং মৌলিক অর্থনীতির সূচকে আস্থা রাখেন, তবে এ ধরনের প্রবণতা বাজারকে দীর্ঘমেয়াদে চাঙা করে তুলতে পারে। সামগ্রিকভাবে, এই শুল্ক হ্রাস শুধুই এক দিনের উল্লাস নয়, বরং এটি দেশের পুঁজিবাজারের জন্য একটি গঠনমূলক ও সম্ভাবনাময় টার্নিং পয়েন্ট হিসেবেও বিবেচিত হতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ