রাজধানীতে ছাত্রদল-এনসিপির সমাবেশ, বিভিন্ন এলাকায় তীব্র যানজট

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ১৪:৩৩:২৪
রাজধানীতে ছাত্রদল-এনসিপির সমাবেশ, বিভিন্ন এলাকায় তীব্র যানজট

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রোববার (৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। দিনজুড়ে রাজনৈতিক কর্মসূচি ও জাতীয় পর্যায়ের পরীক্ষা চলায় শহরের শাহবাগ, ফার্মগেট, পল্টন, সায়েন্স ল্যাব ও শ্যামলীসহ একাধিক এলাকায় গাড়ি ও মানুষের চাপ অনেক বেশি ছিল।

ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে’ জনসমাবেশের কারণে সকাল থেকেই শাহবাগ ও শহীদ মিনার এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হতে শুরু করেন। একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানেও হাজার হাজার মানুষ অংশ নেন। এতে শহরের বিভিন্ন সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে।

এই পরিস্থিতির মধ্যে আজ অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি/সমমান পরীক্ষা ও বিসিএস পরীক্ষা। এসব কর্মসূচি ও পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের চলাচল বেড়ে যায়, যা যানজটকে আরও তীব্র করে তোলে।

ফার্মগেটে অপেক্ষমাণ এক যাত্রী রবিউল সরকার বলেন, "বিমানবন্দরে যাওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বাস পেলেও তাতে ওঠার জায়গা নেই। তীব্র গরম আর জ্যামে দাঁড়িয়ে থাকা—সব মিলিয়ে বিপাকে পড়েছি।"

শ্যামলীর যানজটে আটকে থাকা সিএনজিচালক বিপুল বিশ্বাস বলেন, "গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে আছে, সামনে এগোচ্ছে না। অন্যান্য রোববারের চেয়েও আজ জ্যাম বেশি মনে হচ্ছে।" ঠিকানা পরিবহনের চালক সিদ্দিক মিয়াও জানান, আমিনবাজার পার হওয়ার পর থেকে জ্যামে আটকে পড়েছেন।

এমন পরিস্থিতির আশঙ্কা আগেই জানিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপি থেকে দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার অনুষ্ঠিতব্য তিনটি রাজনৈতিক কর্মসূচির কারণে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যান চলাচল সীমিত থাকবে। এজন্য বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছিল।

ডিএমপির বিকল্প সড়ক নির্দেশনা অনুযায়ী:

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তর দিক থেকে আগত যানবাহন শাহবাগে না গিয়ে হেয়ার রোড/মিন্টু রোড ব্যবহার করবে।

কাটাবন মোড়: সায়েন্স ল্যাব দিক থেকে আগত যানবাহন শাহবাগে না গিয়ে নীলক্ষেত/পলাশী বা সোনারগাঁও রোড হয়ে চলাচল করবে।

মৎস্য ভবন মোড়: হাইকোর্ট দিক থেকে আগত যানবাহন শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) ব্যবহার করবে।

কাকরাইল মসজিদ ক্রসিং: উত্তরের যানবাহন শাহবাগ না গিয়ে গুলিস্তান/ঢাবি রুটে চলবে।

টিএসসি/রাজু ভাস্কর্য: দোয়েল চত্বর/নীলক্ষেত হয়ে বিকল্পপথে চলাচল করতে বলা হয়েছে।

পুলিশ শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন সড়ক এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ