ছাত্রশিবির

কাউকে শত্রু মনে করে না ছাত্রশিবির: কেন্দ্রীয় সভাপতির মন্তব্য

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ১৪:৫১:৪৪
কাউকে শত্রু মনে করে না ছাত্রশিবির: কেন্দ্রীয় সভাপতির মন্তব্য
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাউকে শত্রু হিসেবে দেখে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। রোববার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে জাহিদুল ইসলাম লেখেন, “আমরা অতীতে দেখেছি, যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বা গর্ত খুঁড়েছে, তারা শেষ পর্যন্ত সেই গর্তেই পড়েছে। ইতিহাস বারবার তা প্রমাণ করেছে।”

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ১ আগস্ট আওয়ামী লীগ সরকার 'জুলাই আন্দোলনে' ছাত্রশিবিরের সম্পৃক্ততার অভিযোগে সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল। কিন্তু মাত্র পাঁচ দিনের ব্যবধানে, সেই সরকারই দেশ ছাড়তে বাধ্য হয়েছে এবং ‘জনতার আদালতে’ নিষিদ্ধ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

জাহিদুল ইসলাম আরও বলেন, “অতীত থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি। ভবিষ্যতে কেউ যদি নিজের খোঁড়া গর্তে নিজেই পড়ে, তার দায় ছাত্রশিবির নেবে না।”

ছাত্রসমাজের উদ্দেশে শিবির সভাপতি বলেন, “আসুন, আমরা পরিশুদ্ধ ছাত্ররাজনীতি গড়ি। যদি তা না পারি, তাহলে চুপ থাকা কিংবা রাজনীতি ছেড়ে দেওয়াই উত্তম।”

সবশেষে তিনি লেখেন, “ছাত্রশিবির কারও সঙ্গে শত্রুতা পোষণ করে না। আমাদের ভরসা একমাত্র আল্লাহ ।

হাসবুনাল্লাহ।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ