সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ

৭৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত শুরু

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ১৪:১১:২৮
৭৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত শুরু
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর সঙ্গে আরও একজনকে আসামি করা হয়েছে—সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া।

দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এই মামলার বাদী হিসেবে রোববার (৩ আগস্ট) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, জাহাঙ্গীর আলম মেয়র থাকাকালে ভুয়া দরপত্র (টেন্ডার) তৈরি করে নিজ মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিভিন্ন উন্নয়ন কাজ দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করেন। এই প্রক্রিয়ায় সিটি করপোরেশনের রাজস্ব তহবিল ও উন্নয়ন খাত থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে তুলে নিয়ে তা বিদেশে পাচার করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, সাবেক মেয়র ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পরস্পরের যোগসাজশে একাধিক অনিয়ম, ভুয়া বিল তৈরি ও প্রকল্প অনুমোদনের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন।

দুদক জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং প্রাথমিক প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ