বর্তমান সরকারের দৃশ্যমান কোনো অর্জন নেই: আনিস আলমগীর

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ১৪:৪১:০৫
বর্তমান সরকারের দৃশ্যমান কোনো অর্জন নেই: আনিস আলমগীর
ছবি: সংগৃহীত

সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আর কোনো প্রত্যাশা নেই। তার মতে, দেশের বর্তমান পরিস্থিতিতে নাগরিকরা এখন কেবল অপেক্ষা করছে কবে এই সরকার বিদায় নেবে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আলোচনায় আনিস আলমগীর বলেন, “গত এক বছর ধরে দেশে যে অবস্থা চলছে, তাতে মানুষ বুঝে গেছে এই সরকারের কাছ থেকে আর বড় কিছু আশা করার সুযোগ নেই। এখনকার সরকার দৃশ্যমান কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি।”

তিনি বলেন, “ওয়ান-ইলেভেন সরকারের সময় অনেক দৃশ্যমান কাজ দেখা গেছে। কিন্তু বর্তমান সরকারের একমাত্র দৃশ্যমান কাজ হলো ড. ইউনূসের কর মওকুফ। ৬৬৬ কোটি টাকা কর মওকুফ করে দেওয়া হয়েছে। এছাড়া গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।”

আনিস আলমগীর আরও বলেন, “গ্রামীণফোনকে বিশেষ সুবিধা দেওয়া, ম্যানপাওয়ার রপ্তানির ওপর জোর, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা—এসব ছাড়া তেমন কিছু দৃশ্যমান নয়।”

তিনি অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্য তুলে ধরে বলেন, “ড. দেবপ্রিয় সরকারের খুব ঘনিষ্ঠ একজন। তিনি নিজেই বলেছেন, এই সরকারের এখন এক্সিট নেওয়ার সময় এসেছে। কীভাবে তা করা হবে, সেই পরিকল্পনাই এখন করা উচিত। তাদের ঘনিষ্ঠরাও বলছে, সরকার যা করতে চায়, তা সফল হবে না। বরং দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়ার প্রস্তুতি নেওয়াই সমীচীন।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ