পিআর পদ্ধতির পক্ষে ঐক্য ডাক চরমোনাই পীরের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ২১:৩২:০৯
পিআর পদ্ধতির পক্ষে ঐক্য ডাক চরমোনাই পীরের

চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত এক বিশাল গণসমাবেশে দেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থা ও সংবিধান প্রণয়নের ধরন নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, দেশে বিদ্যমান নির্বাচন পদ্ধতি গণতান্ত্রিক নয়, বরং এটি ফ্যাসিবাদী রূপ নিয়েছে। এতে করে সংবিধান দলীয় স্বার্থে তৈরি ও পরিবর্তন করা হয়েছে, যা জনগণের বৃহৎ অংশের মতামতকে উপেক্ষা করে পরিচালিত হচ্ছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, মাত্র ৩৫-৪০ শতাংশ আসন পেলেই একটি রাজনৈতিক দল সংবিধান পরিবর্তন করতে পারছে, অথচ দেশের ৬০ শতাংশ মানুষের ভোটের কোনও মূল্যায়ন থাকছে না। তিনি বলেন, এ থেকেই প্রমাণ হয়, সংবিধান দলীয় প্রয়োজনে যেমন তৈরি হয়েছে, তেমনি সময়মতো পরিবর্তনও হয়েছে।

চরমোনাই পীর দাবি করেন, এই অনিয়ম ও বৈষম্যের অবসান ঘটাতে দেশে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (PR পদ্ধতি) চালু করা প্রয়োজন। তার মতে, PR পদ্ধতি চালু হলে প্রতিটি ভোটের প্রকৃত মূল্যায়ন সম্ভব হবে। তখন কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইচ্ছামতো সংসদে গিয়ে দেশ শাসন করতে পারবে না এবং ফ্যাসিস্ট শাসনের পথ রুদ্ধ হবে।

তিনি আরও বলেন, যারা নিজেদের স্বার্থে রাজনীতি করেন, গণমানুষের স্বার্থের প্রতি দায়বদ্ধ নন, তারাই সংখ্যানুপাতিক পদ্ধতির বিরোধিতা করছেন। কারণ এই পদ্ধতি চালু হলে তারা আর অনিয়ম করে ক্ষমতা দখল করতে পারবে না।

গণসমাবেশ থেকে তিনি দুর্নীতি, চাঁদাবাজি এবং অর্থপাচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এই দেশে আর চাঁদাবাজি চলবে না, লুটপাট ও বিদেশে টাকা পাচার মেনে নেওয়া হবে না। এসব অন্যায়ের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে সংগঠিত করছে।

গণসমাবেশে আরও বক্তব্য রাখেন দলের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমীন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাসানুজ্জামান সজীব, হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আসলাম হোসেন অর্ক এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আমির হোসেন।

দিনব্যাপী আয়োজিত এই গণসমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইসলামী আন্দোলনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। সমাবেশটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ তুষার ইমরান সরকার। দেশের রাজনৈতিক বাস্তবতায় একটি বিকল্প ব্যবস্থা নিয়ে সমাবেশে উত্থাপিত এই আলোচনা চুয়াডাঙ্গায় নতুন মাত্রা তৈরি করেছে।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ