২০৫০-এ দ্বিগুণ হতে পারে যকৃত ক্যানসার: বিশ্বজুড়ে জরুরি সতর্কতা

স্বাস্থ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১০:৫৭:৪০
২০৫০-এ দ্বিগুণ হতে পারে যকৃত ক্যানসার: বিশ্বজুড়ে জরুরি সতর্কতা
ছবিঃ সংগৃহীত

বিশ্বজুড়ে যকৃত ক্যানসার বা লিভার ক্যানসারের রোগীর সংখ্যা আগামী ২০৫০ সালের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়াতে পারে, যদি সময়মতো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয়। মঙ্গলবার ‘দ্য ল্যানসেট’ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গ্লোবাল ক্যানসার অবজারভেটরি’র উপাত্ত অনুযায়ী, বর্তমান হারে চললে প্রতি বছর নতুন করে ৮৭০,০০০ জন যকৃত ক্যানসারে আক্রান্ত হচ্ছেন, যা ২০৫০ সালে বেড়ে দাঁড়াবে ১৫ লাখ ২০ হাজারে।

যকৃত ক্যানসার বিশ্বের ষষ্ঠ সর্বাধিক সাধারণ কিন্তু তৃতীয় সর্বাধিক প্রাণঘাতী ক্যানসার। গবেষণা অনুসারে, কেবল ২০৫০ সালেই এই রোগে প্রায় ১৩ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হতে পারে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতি পাঁচটি যকৃত ক্যানসারের মধ্যে তিনটিই প্রতিরোধযোগ্য। এ জন্য অতিরিক্ত মদ্যপান, ভাইরাল হেপাটাইটিস, এবং মোটাসঙ্গত কারণে যকৃতে চর্বি জমে সৃষ্ট MASLD (পূর্বে যেটি Non-Alcoholic Fatty Liver Disease নামে পরিচিত ছিল) — এসব ঝুঁকি নিয়ন্ত্রণ করতে হবে।

বিশ্ব হেপাটাইটিস দিবসে প্রকাশিত এই প্রতিবেদনে আরও বলা হয়, হেপাটাইটিস বি ও সি ভাইরাস ২০৫০ সালেও যকৃত ক্যানসারের প্রধান কারণ থাকবে বলে ধারণা করা হচ্ছে। হেপাটাইটিস বি প্রতিরোধে জন্মের পরপরই টিকা দেওয়া সবচেয়ে কার্যকর উপায় হলেও, আফ্রিকার দরিদ্র অঞ্চলসহ অনেক দেশে এখনো টিকাকরণের হার অত্যন্ত কম।

গবেষণাটি জানায়, যদি টিকাদান কর্মসূচির বিস্তার না ঘটে, তবে ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসের কারণে প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ মারা যেতে পারে।

তাছাড়া, মদ্যপানের কারণে ২০৫০ সালে যকৃত ক্যানসারের ২১ শতাংশেরও বেশি ঘটনা ঘটবে, যা ২০২২ সালের তুলনায় দুই শতাংশ বেশি। এছাড়া, মুটিয়ে যাওয়া বা স্থূলতার কারণে MASLD জনিত ক্যানসার ১১ শতাংশে পৌঁছাবে, এটিও দুই শতাংশেরও বেশি বৃদ্ধি।

গবেষণায় বিশেষজ্ঞরা বলেন, এই বিশাল স্বাস্থ্যসংকট প্রতিরোধে এখনই বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার মতো অঞ্চলে স্থূলতা ও ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে MASLD সম্পর্কিত সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।

-আকরাম হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ