যেদিন থেকে ক্লাসে ফিরছে মাইলস্টোন কলেজ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ১২:৪৬:১৭
যেদিন থেকে ক্লাসে ফিরছে মাইলস্টোন কলেজ
ছবি: সংগৃহীত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আগামী ৬ আগস্ট (বুধবার) থেকে আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের মানসিক অবস্থার প্রতি লক্ষ্য রেখেই ধাপে ধাপে ক্লাস চালুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক পুনর্বাসনের লক্ষ্যে আগামী তিন মাস ধরে চলবে ধারাবাহিক কাউন্সেলিং কার্যক্রম। বিষয়টি রোববার (৩ আগস্ট) নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

তিনি জানান, ৬ আগস্ট সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস কার্যক্রম শুরু হবে। এর পরবর্তীতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির ক্লাস চালুর পরিকল্পনা নেওয়া হবে। কলেজ কর্তৃপক্ষ মনে করছে, দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে শিক্ষার্থীদের মানসিকভাবে পুনরায় প্রস্তুত করা জরুরি, তাই হঠাৎ করে পূর্ণাঙ্গ পাঠদান শুরু না করে ধাপে ধাপে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

অধ্যক্ষ আরও জানান, আগামীকাল (৪ আগস্ট) ক্লাস থাকলেও তা কোনোভাবেই আনুষ্ঠানিক একাডেমিক ক্লাস হিসেবে বিবেচিত হবে না। বরং এটি হবে একটি কাউন্সেলিং-ভিত্তিক দিন, যেখানে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন, তাদের মানসিক অবস্থা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যদি কেউ এখনো আতঙ্কে থাকেন বা মানসিকভাবে বিপর্যস্ত হন, তাহলে তাকে আলাদা করে ব্যক্তিগত কাউন্সেলিংয়ের আওতায় নেওয়া হবে।

এদিন কলেজে একটি পূর্বনির্ধারিত পরীক্ষাও অনুষ্ঠিত হবে, যাতে অধিকাংশ অভিভাবকই তাদের সন্তানদের অংশগ্রহণে উৎসাহী। অভিভাবকদের মতে, শিক্ষার্থীরা যত দ্রুত একাডেমিক পরিবেশে ফিরবে, তত দ্রুত তারা মানসিক ভারসাম্য ফিরে পাবে। কলেজ কর্তৃপক্ষ গত এক সপ্তাহ ধরে অভিভাবকদের সঙ্গে নিয়মিত আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে।

অধ্যক্ষ জিয়াউল আলম বলেন, “আমরা জানি, এই মুহূর্তে মাইলস্টোন কলেজ পরিবার এক গভীর শোকাবহ সময় পার করছে। আমাদের সবাই মানসিকভাবে কষ্টে আছি। কিন্তু আমরা আশাবাদী, সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সংকট থেকে ঘুরে দাঁড়াতে পারবো।” তিনি আরও জানান, দুর্ঘটনায় যারা জীবন হারিয়েছেন, তাদের পরিচয় ও ছবি যাচাই-বাছাই করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে, যা কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। কেউ কেউ দুর্ঘটনার সময় কলেজের বাইরে থাকলেও, যেহেতু তাদের সরাসরি কোনো একাডেমিক সম্পর্ক ছিল না, তাই তাদের কলেজের ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।

বর্তমানে কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই বলে জানান অধ্যক্ষ। তিনি বলেন, “আপনারা যেভাবে এই সময়ে আমাদের পাশে থেকেছেন, যে সহানুভূতি ও সহমর্মিতা দেখিয়েছেন, তার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞ। আমরা চাই, এই মুহূর্তে গুজব বা বিভ্রান্তির বদলে সবাই যেন বাস্তব সত্যের ভিত্তিতে মূল্যায়ন করেন এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।”

-রাফসান

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ