কবিতার ভুবন

কাঁদিস নে গোপনে

আশিকুর রহমান
আশিকুর রহমান
২০২৫ জুলাই ২৭ ২১:৫১:১৫

মানবজাতির মন বোঝা বড়ই জটিল আর কষ্টসাধ্য।

কারো সাথে আঁকড়ে থাকলেও, একদিন জানবে অনেক দূরে।

সে নিজেও জানতো না, কী পেতে চেয়েছিল তোমার থেকে।

কোনো এক অজানা কারণ দেখিয়ে হতাশায় চলে যায় দূরে।

যা আছে তাতে যে খুশি না, সে কোথাও গিয়েও হবে না সুখী।

তা যদি সে জেনেও থাকে, তবুও যাবে তোমার থেকে দূরে।

তুমি তো ছিলে তার জীবনের এক খণ্ড নাটকের অংশবিশেষ।

তুমি থাকো তোমার মতো, এভাবেই যদি তোমার জীবন চলে বেশ।

তুমি যদি দিয়ে দাও তোমার সবটুকু স্নিগ্ধতা আর সর্বস্ব,

দিবা-রাত্রি কষবে সে হিসাব, কী দিলে তারে এত বালুকণা মাত্র।

কোথায় শান্তি, কোথায় সুখ—এ খোঁজেই তো মানুষ প্রতিনিয়ত চলে।

নদীর ওপার যাওয়ার পরে, আবার এপারে কেন ফিরে আসে চলেই?

ওরে, মানবজীবনের খাতায় শুরু জোয়ারে, আর শেষ হয় ভাটায়।

এ ঘাটে ও ঘাটে না ঘুরে, তোর তালে সাতর রে তুই মানুষ।

বুঝে-শুনে ফেলিস পা, বিপদে আর সংকটে পথ যেন না হারাস।

মানুষ, আপন মানুষ হারিয়ে তুই কাঁদিস নে গোপনে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ