কবিতার ভুবন

সৃষ্টির সেরা জীব 

রুবা, টুংটাং
রুবা, টুংটাং
২০২৫ জুন ২৭ ১৬:২৫:২৬

মানুষ করেছে কত কি সৃষ্টি, কত যে আবিষ্কার।

সৃষ্টির সেরা জীব এই মানুষ, প্রমাণিত বারংবার।

যুগে যুগে এই মানব জাতি, গড়ে চলেছে কত সভ্যতা।

প্রস্তর অগ্নি লোহ তাম্র, মেনেছে তাদের বসতা।প্রতিকূলতা পেছনে ঠেলে, মানুষ এগিয়ে চলে।

বাধা সংকট নিরসন করে, আপন গ্যেনের বলে।

মহাকাশ থেকে সাগর তলায়, মানুষের বিচরণ।

কত রহস্য আর অজানাকে, করছে উন্মোচন।

সর্ব গুনে শ্রেষ্ঠ মানুষ, হয়না তাদের তুলনা।

হিংসা নিন্দা যুদ্ধ করা, মানবজাতিরশাজেনা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ