কবিতার ভুবন

একা মানুষ

রুবা, টুংটাং
রুবা, টুংটাং
২০২৫ জুন ২৭ ১৬:৪৭:০৮

যদিও পৃথিবী পূর্ণ মানুষে, তবুও মানুষ একা।

এমন কিছু ক্ষত থাকে যা, কখনও যায় না দেখা।

স্বার্থের টানে সরে যায় দূরে, স্বার্থেই কাছে আসে।

তবে কি মানুষ চির দিন আপন, স্বার্থকে ভালবাসে?

কত যত্নে সুনিপুণ ভাবে, হৃদয়ে আঘাত করে।

কখনও দেখে না সে আঘাতে, কতটা রক্ত ঝরে।

কত সুমধুর ছলনা করে, মায়াবী বাঁধনে বাঁধে।

মিথ্যে প্রেমের অভিনয় করে, মায়া কান্না কাঁদে।

আলোর আশায় আলেয়ার দিকে, মানুষ ছুটে চলে।

বোঝেনা তো তারা ডুবে যেতে থাকে, অথই সাগর তলে।

মানুষ বড় এক কেন্দ্রীক, আর কারো কথা ভাবেনা।

নিজের জন্য স্বর্গ গড়তে, অন্যকে দেয় বেদনা।

স্নেহ, ভালবাসা, আদর, মমতা, সব পেছনে ফেলে।

সুখের খোঁজে দুঃখের আগুনে, ধুকে ধুকে শুধু জ্বলে।

অজানা নেশায় অস্থির হয়ে, ছুটে চলে রাত দিন।

মৃত্যূ এসে ম্লান করে সব, করে সব অর্থহীন।

যে অমূল্য সম্পদ আছে, ভালবাসার মাঝে।

তা কি কখনও পাওয়া যায় বল, ঐশ্বর্যের কাছে?

লাভ কি হবে জীবনটাকে, জটিল করে আর?

সবাই মিলে গাই চল গান,মানবঐক্যতার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ