রেকর্ড আয় ও যাত্রী চলাচল শাহজালাল বিমানবন্দরে!

সত্য নিউজ: বিদায়ী নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলামের নেতৃত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। ২০২৩-২৪ অর্থবছরে এই বিমানবন্দর থেকে অর্জিত আয় প্রায় ৩ হাজার কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। একই সময়ে যাত্রী চলাচলও ছাড়িয়েছে প্রত্যাশিত সীমা ৮০ লাখ যাত্রী বহনের সক্ষমতা থাকলেও গত বছর এই বন্দর ব্যবহার করেছেন ১ কোটি ২০ লাখ যাত্রী।
বুধবার (১৪ মে) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ – সিএবিবি) সদর দপ্তরে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এই তথ্য উপস্থাপন করেন গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। অনুষ্ঠানে তাকে বিদায় জানানো হয় এবং নতুন নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে স্বাগত জানানো হয়। আয়োজন করে ‘এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’ (এটিজেএফবি)।
কামরুল ইসলাম তার দায়িত্বকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তার নেতৃত্বে লাগেজ হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয় প্রায় ৮৫% লাগেজ এখন এক ঘণ্টার মধ্যে যাত্রীদের কাছে পৌঁছানো সম্ভব হয়। তিনি বলেন, “যাত্রী অভিজ্ঞতা উন্নয়নে হটলাইন চালুর মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির হার পৌঁছেছে ৯০ শতাংশে।”
তিনি আরও উল্লেখ করেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম হ্রাস পেয়েছে, যা এয়ারফেয়ার কমিয়ে আভ্যন্তরীণ বিমান চলাচলের বাজারকে আরও গতিশীল করবে।
বিদায়ী নির্বাহী পরিচালক আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান প্রবৃদ্ধি অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে জিডিপিতে বিমান পরিবহন খাতের অবদান ৫-৬ শতাংশে পৌঁছাতে পারে, যেখানে এখন তা ১ শতাংশেরও নিচে।
তিনি জানান, অভিবাসী কর্মীদের চলাচল এই যাত্রী বৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। “তাদের সম্মানজনক সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য ছিল,” বলেন কামরুল ইসলাম।
২০২৪ সালের ডিসেম্বরে চালু হতে যাওয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে ঘিরে আশাবাদী নতুন নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ। তিনি বলেন, “বিমানবন্দর একটি দেশের মুখ। এই তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক মান বজায় রেখে অপারেশন চালু করাই আমাদের বড় চ্যালেঞ্জ।” তিনি পেশাদারিত্ব, স্বচ্ছতা ও যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার বলেন, “গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম তথ্য প্রবাহে স্বচ্ছতা বজায় রেখে গুজব প্রতিরোধে অনন্য ভূমিকা রেখেছেন। সাংবাদিকদের জানাতে এবং বুঝতে সহায়তা করায় তিনি প্রশংসার দাবি রাখেন।”
তথ্যভিত্তিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বিদায়ী পরিচালকও গণমাধ্যমকে ধন্যবাদ জানান, এবং ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে নেতৃত্ব বদলের পাশাপাশি যাত্রীসেবা, রাজস্ব আয় এবং অবকাঠামোগত উন্নয়নের নতুন যুগে প্রবেশ করছে এই গুরুত্বপূর্ণ স্থাপনা। এখন সব চোখ নতুন নির্বাহী পরিচালকের দিকে তিনি কীভাবে এই ধারাকে ধরে রাখেন এবং পরবর্তী পর্যায়ে নিয়ে যান, সেটাই ভবিষ্যতের মূল প্রশ্ন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধন: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত
- ভারত-পাকিস্তান সম্মত যুদ্ধবিরতিতে