নিজের প্রেস সচিব লেভিটের ঠোঁট নিয়ে প্রশংসায় ট্রাম্প

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ২১:৪০:৪৬
নিজের প্রেস সচিব লেভিটের ঠোঁট নিয়ে প্রশংসায় ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন। তিনি বলেছেন, “তিনি (ক্যারোলিন) একজন তারকা হয়ে উঠেছেন। এটি সেই মুখ, সেই মস্তিষ্ক। তার ঠোঁট—এগুলো এমনভাবে নড়ে যেন সে একজন মেশিনগান।”

ট্রাম্প আরও বলেন, “তিনি অসাধারণ একজন মানুষ। আমার মনে হয় না কেউ এর আগে এমন প্রেস সেক্রেটারি পেয়েছে। ক্যারোলিন নিঃসন্দেহে সেরা।”

২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম প্রেস সেক্রেটারি। তিনি প্রেসিডেন্টের পঞ্চম প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। গেল বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতার ছয় মাসে গড়ে প্রতি মাসে একটি করে শান্তিচুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন। তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সময় অনেক আগেই পার হয়ে গেছে।”

ট্রাম্পের সাক্ষাৎকারের ভিডিওটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে ট্রাম্পের মন্তব্যকে অপ্রাসঙ্গিক ও যৌনতার ইঙ্গিতপূর্ণ বলে সমালোচনা করেছেন।

ক্যারোলিনের কণ্ঠ ও মুখের ভঙ্গিমার এমন ব্যাখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা চলছে। সমর্থকরা একে প্রশংসা হিসেবে দেখলেও, সমালোচকরা এটিকে একজন পেশাদার নারীর প্রতি ‘অযাচিত মন্তব্য’ হিসেবে আখ্যা দিচ্ছেন।

সূত্র: দ্যা ইন্ডিপেন্ডে

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ