ছাত্রদলের সমাবেশ শেষে শাহবাগে সড়ক পরিষ্কার করলেন নেতাকর্মীরা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ২১:১৯:০৩
ছাত্রদলের সমাবেশ শেষে শাহবাগে সড়ক পরিষ্কার করলেন নেতাকর্মীরা
ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সড়ক পরিষ্কার করতে দেখা গেছে। সংগৃহীত ছবি

ঢাকার শাহবাগে ছাত্রদলের আয়োজিত গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ শেষে নিজেদের ফেলে যাওয়া ময়লা-আবর্জনা নিজেরাই পরিষ্কার করেছেন সংগঠনের নেতাকর্মীরা। রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় এই দৃশ্য দেখা যায় শাহবাগ মোড়ে।

২৪ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। দুপুরের পর থেকেই তারা সমাবেশস্থলে জড়ো হন এবং অনেকে সেখানে দুপুরের খাবার খেয়ে বোতল, প্লাস্টিকসহ নানা ধরনের আবর্জনা ফেলে দেন।

তবে সমাবেশ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সড়ক পরিষ্কার করতে দেখা যায়। তাদের অনেককে হাতে ঝাড়ু, খালি বস্তা ও পলিথিন নিয়ে ময়লা কুড়াতে দেখা গেছে।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, সমাবেশে যোগদানের আগে কেন্দ্র থেকে স্পষ্ট নির্দেশনা ছিল—কোনোভাবেই যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় এবং শেষে সড়ক পরিষ্কার করতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী তারা নিজেরাই পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ মো. আদনান বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের কর্মসূচিতে অংশ নিতে এসে কেউ না বুঝে সড়কে ময়লা ফেলেছে। আমরা মনে করি, এগুলো পরিষ্কার করা আমাদের দায়িত্ব। আমরা যেমন সড়ক পরিষ্কার করেছি, তেমনি দেশ থেকেও দুর্নীতি ও অব্যবস্থাপনার ময়লা দূর করতে চাই।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ