নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে রেকর্ড সুখবর

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৩ ২২:০৩:২২
নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে রেকর্ড সুখবর

অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে বড় উল্লম্ফন, জুলাইয়ে এসেছে ২৪৮ কোটি ডলারনতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে বড় সুখবর দিয়েছেন প্রবাসীরা। চলতি বছরের জুলাই মাসে তারা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার, যা টাকার অঙ্কে দাঁড়ায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের একই সময়ের তুলনায় এ রেমিট্যান্স প্রায় ২৯ দশমিক ৪৮ শতাংশ বেশি। ২০২৪ সালের জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ডলার। ব্যাংকের বিশ্লেষণে দেখা গেছে, গত বছর রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিরত থাকার আহ্বানের কারণে অনেক প্রবাসী টাকা পাঠানো থেকে বিরত থাকেন। তবে সরকারের পরিবর্তনের পর সেই ধারা আবার ঘুরে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই রেমিট্যান্স পুরোটাই এসেছে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এর ইতিবাচক প্রভাব পড়ছে। কর্মকর্তারা বলছেন, হুন্ডির বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ, রেমিট্যান্সে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নয়ন—সবকিছু মিলে এ ধারা সৃষ্টি হয়েছে।

এর আগে গত জুন মাসেও প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮২ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের জুনের তুলনায় ১১ শতাংশ বেশি। পুরো ২০২৪-২৫ অর্থবছর জুড়েই রেমিট্যান্সে দেখা গেছে চমকপ্রদ অগ্রগতি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জন।

প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনছে এবং ডলারের সরবরাহে স্বস্তি দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ